২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

পুঠিয়ায় অপহরণের একমাস পর স্কুল ছাত্রী উদ্ধার

পুঠিয়ায় অপহরণের একমাস পর স্কুল ছাত্রী উদ্ধার - প্রতীকী

রাজশাহীর পুঠিয়ায় অপহরণের একমাস পর ৮ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে (১৪) উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে অপহরণকারী আরমান আলী (৩৫) আটক করে পুলিশ।

মামলার অভিযোগ ও ভালুকগাছি ইউনিয়নের তেলিপাড়া ওয়ার্ড সদস্য আনিছুর রহমান আন্টু বলেন, প্রায় একমাস আগে তেলিপাড়া গ্রামের মাহাবুর রহমানের মেয়ে ও নন্দনপুর হাই স্কুলের ৮ম শ্রেণির ছাত্রীকে কৌশলে অপহরণ করে দুর্গাপুর উপজেলার সূর্যভাগ গ্রামের আজাদ আলীর ছেলে আরমান আলী (৩৫)। এরপর থেকে মেয়েটির পরিবার লোকলজ্জায় গোপনে বিভিন্ন স্থানে সন্ধান চালাতে থাকেন। এক পর্যায়ে সোমবার সকালে ওই মেয়েসহ অপহরণকারীকে হাতেনাতে আটক করে থানা পুলিশে দেয়া হয়েছে। এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে থানায় একটি অপহরণের অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, কিশোরী মেয়েকে অপহরণের ঘটনায় তার পরিবার থানায় একটি অভিযোগ দিয়েছেন। পাশাপাশি অপহরণকারীকেও আটক করা হয়েছে।


আরো সংবাদ



premium cement