শিবগঞ্জে ডিজিটাল আইনে সাংবাদিক গ্রেফতার
- শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা
- ০২ আগস্ট ২০২০, ১৮:০৮
বগুড়ার শিবগঞ্জে অনলাইন পোর্টাল সাংবাদিক শ্রী কনক দেবকে ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার রাতে মোকামতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ সনাতন সরকার মোকামতলা থেকে তাকে গ্রেফতার করেন।
পুলিশ জানায়, আটক কনক কিছু দিন ধরে মোকামতলা প্রেসক্লাবের সাংবাদিকের নাম উল্লেখ করে বিভিন্ন ভাষায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আসছে। এর প্রেক্ষিতে তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় গ্রেফতার করে কনককে জেলহাজতে পাঠানো হয়েছে।
কনক মোকামতলা বন্দরের মৃত কান্তি দেব মাস্টারের ছেলে। কনক দেব কালাই উপজেলার নওনা সারুঞ্জা দাখিল মাদ্রসায় শিক্ষকতার পাশাপাশি অনলাইন পোসর্টালে সাংবাদিকতা করে আসছেন বলে তার পরিবারের লোকজন জানিয়েছেন।
মোকামতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ সনাতন সরকার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, কনকের ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে। ফেসবুক স্ট্যাটাসে অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।