বগুড়ায় করোনায় ৪ জনের মৃত্যু, মাত্রা বেড়েছে সংক্রমণের
- আবুল কালাম আজাদ, বগুড়া অফিস
- ৩০ জুন ২০২০, ১৩:২৫
গত ২৪ ঘণ্টায় বগুড়ায় করোনায় নতুন করে আরো চারজন মারা গেছেন। তাদের পরিচয় জানানো হয়নি। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৫২ জনে। জেলায় সংক্রমণের মাত্রা বেড়েছে। একদিনেই আক্রান্ত হয়েছেন ১৩৬ জন। সোমবার তিনটি পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানা যায়।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল আরটি পিসিআর ল্যাব, টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাব ও ঢাকায় পাঠানো মোট ৬৯৩টি নমুনা পরীক্ষায় ১৩৬ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে মঙ্গলবার পর্যন্ত জেলায় মোট আক্রান্ত দুই হাজার ৯১৮ জন। মারা গেছেন ৫২ জন এবং সুস্থ হয়েছেন ৫৭৪ জন।
বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ডাঃ ফারজানুল ইসলাম নির্ঝর এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আক্রান্তদের মধ্যে ৭৩ জন সদরে, শেরপুরে ১৬ জন, শিবগঞ্জে তিনজন, সোনাতলায় ১৩ জন, গাবতলীতে ১৫ জন, শাজাহানপুরে সাতজন, ধুনটে চারজন, দুপচাচিঁয়ায় দু’জন, সারিয়াকান্দী, কাহালু ও আদমদিঘীতে একজন করে।
তিনি জানান, সোমবার পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮ হাজার ২২২টি এবং ফলাফল জানা গেছে ১৫ হাজার ৫৮৯টির। প্রায় তিন হাজার নমুনা পরীক্ষা জটে রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা