২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

মামার বিয়ে খেয়ে বাড়ি ফেরা হলো না রাশিতুলের

প্রতীকী ছবি -

বগুড়ার শেরপুরে মামার বিয়েতে এসে দোকানে খাবার কিনতে গিয়ে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ হারালো রাশিতুল ইসলাম (৮) নামের এক শিশু।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের হামছায়াপুর (কাঠালতলা) এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাশিতুল উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের আয়রা গ্রামের মজনু মিয়ার ছেলে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, রাশিতুল তার মায়ের সাথে মামার বিয়েতে হামছায়াপুর কাঠালতলা এলাকায় আসে। দুই দিন আগে বিয়ের অনুষ্ঠান শেষ হয়েছে। শনিবার সকালে রাশিতুল সমবয়সী বন্ধুদের নিয়ে হামছায়াপুর কাঠালতলা এলাকায় একটি দোকানে খাবার কিনতে যায়। সেখানে না পেয়ে সে ঢাকা-বগুড়া মহাসড়ক পার হয়ে অন্য দোকানে যাওয়ার পথে বগুড়াগামী দ্রুতগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।


আরো সংবাদ



premium cement