২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

বাগাতিপাড়ায় রাস্তা ধসে গিয়ে চলাচল ব্যাহত

বাগাতিপাড়ায় রাস্তা ধসে গিয়ে চলাচল ব্যাহত - ছবি : নয়া দিগন্ত

নাটোরের বাগাতিপাড়ায় নির্মানাধীন ব্রীজের বিকল্প রাস্তা ধসে যাওয়ায় আড়ানি-পুঠিয়া সড়কে যান চলাচল ব্যহত হচ্ছে। চরম দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ।

রোববার সন্ধ্যায় উপজেলার জামনগর পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় ওই রাস্তাটি বৃষ্টির কারণে ভেঙে পড়ে। বিলের পানি নদে প্রবেশের পথ বন্ধ করে খালের ওপর রাস্তাটি নির্মাণ করায় পানির চাপে রাস্তাটি ভেঙে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, বাগাতিপাড়ার জামনগর পুলিশ ফাঁড়ি মোড় সংলগ্ন এলাকায় পার্শ্ববর্তী রাজশাহীর আড়ানী-পুঠিয়া প্রধান সড়কে জামনগর-নিমপাড়া খালের ওপর একটি ব্রীজ নির্মাণের কাজ চলমান রয়েছে। ওই ব্রীজটি নির্মাণের সময় যান চলাচলের স্বার্থে ওই খালের ওপর দিয়ে একটি বিকল্প রাস্তা তৈরি করা হয়। এতে নিমপাড়া এলাকার বিলের পানি খাল বেয়ে মূসা খাঁ নদে প্রবেশের পথ বন্ধ হয়ে যায়।

বিকল্প ওই রাস্তাটি রোববার বিলের পানির চাপে ভেঙে পড়ে পানিতে তলিয়ে যায়। এরপর থেকেই ওই সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকেই যান চলাচল বন্ধ রয়েছে।

জামনগর ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বলেন, বিলের পানি বের হওয়ার পথ বন্ধ থাকায় পার্শ্ববর্তী উপজেলা চারঘাটের নিমপাড়া এলাকার বিলের পানিতে ফসল তলিয়ে যায়। ফলে সেখানকার ইউএনও এবং নিমপাড়া ইউপি চেয়ারম্যান রোববার ওই স্থান পরিদর্শন করেন। কিন্তু ওইদিন সন্ধ্যায় ওই সড়কটি ভেঙে পড়েছে।


আরো সংবাদ



premium cement