২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বাগাতিপাড়ায় রাস্তা ধসে গিয়ে চলাচল ব্যাহত

বাগাতিপাড়ায় রাস্তা ধসে গিয়ে চলাচল ব্যাহত - ছবি : নয়া দিগন্ত

নাটোরের বাগাতিপাড়ায় নির্মানাধীন ব্রীজের বিকল্প রাস্তা ধসে যাওয়ায় আড়ানি-পুঠিয়া সড়কে যান চলাচল ব্যহত হচ্ছে। চরম দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ।

রোববার সন্ধ্যায় উপজেলার জামনগর পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় ওই রাস্তাটি বৃষ্টির কারণে ভেঙে পড়ে। বিলের পানি নদে প্রবেশের পথ বন্ধ করে খালের ওপর রাস্তাটি নির্মাণ করায় পানির চাপে রাস্তাটি ভেঙে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, বাগাতিপাড়ার জামনগর পুলিশ ফাঁড়ি মোড় সংলগ্ন এলাকায় পার্শ্ববর্তী রাজশাহীর আড়ানী-পুঠিয়া প্রধান সড়কে জামনগর-নিমপাড়া খালের ওপর একটি ব্রীজ নির্মাণের কাজ চলমান রয়েছে। ওই ব্রীজটি নির্মাণের সময় যান চলাচলের স্বার্থে ওই খালের ওপর দিয়ে একটি বিকল্প রাস্তা তৈরি করা হয়। এতে নিমপাড়া এলাকার বিলের পানি খাল বেয়ে মূসা খাঁ নদে প্রবেশের পথ বন্ধ হয়ে যায়।

বিকল্প ওই রাস্তাটি রোববার বিলের পানির চাপে ভেঙে পড়ে পানিতে তলিয়ে যায়। এরপর থেকেই ওই সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকেই যান চলাচল বন্ধ রয়েছে।

জামনগর ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বলেন, বিলের পানি বের হওয়ার পথ বন্ধ থাকায় পার্শ্ববর্তী উপজেলা চারঘাটের নিমপাড়া এলাকার বিলের পানিতে ফসল তলিয়ে যায়। ফলে সেখানকার ইউএনও এবং নিমপাড়া ইউপি চেয়ারম্যান রোববার ওই স্থান পরিদর্শন করেন। কিন্তু ওইদিন সন্ধ্যায় ওই সড়কটি ভেঙে পড়েছে।


আরো সংবাদ



premium cement
এশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে রাশিয়ার পাল্টা হুমকি ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত বিক্ষোভে উত্তাল পাকিস্তানে নিহত আরো ৬, সেনা মোতায়েন রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ বিয়ের প্রলোভনে আ’লীগ নেতার বিরুদ্ধে নারীকে ধর্ষণের অভিযোগ ট্রাম্প দায়িত্ব নেয়ার প্রথম দিনই চীন-মেক্সিকো-কানাডার ওপর শুল্ক আরোপ করবেন আ’লীগ ইসলামী আদর্শকে জঙ্গিবাদ বলে এখন জঙ্গি ও সন্ত্রাসী হয়ে দেশ ছেড়ে পালিয়েছে : আলাউদ্দিন সিকদার শিক্ষার্থীদের আন্দোলন কঠোর হয়ে দমন করতে চাই না : স্বরাষ্ট্র উপদেষ্টা শরণখোলা প্রেসক্লাবের নির্বাচনে আলী সভাপতি-আনোয়ার সম্পাদক রিমান্ড শেষে কামরুল-জ্যাকবকে কারাগারে পাঠানোর আদেশ সংবিধানে যেসব সংস্কার প্রস্তাব দিলো বিএনপি

সকল