২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বগুড়া শহরের ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও রেড জোন এলাকায় অর্থদণ্ড

বগুড়া শহরের ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও রেড জোন এলাকায় অর্থদণ্ড - ছবি : নয়া দিগন্ত

বগুড়া পৌরসভার বিভিন্ন এলাকার অবৈধ দোকানপাট উচ্ছেদে জেলা প্রশাসন রোববার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেছে। আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিএম রাশেদুল এবং এ.টি.এম কামরুল ইসলাম।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে লকডাউন ও রেড জোন এলাকায় প্রতিদিনের মতো ঠনঠনিয়া বাস স্ট্যান্ড ও কলোনী বাজার এলাকা থেকে সূত্রাপুর পর্যন্ত রাস্তার ধারে অবস্থিত ফুটপাতের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। আদালত মোট ৩টি আইনে ৮টি মামলায় ৬ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করে।

উচ্ছেদে প্রাপ্ত অবৈধ জিনিসপত্র করতোয়া নদীর পাড়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। জনসাধারণের চলাচলের জন্য নির্মিত সুদৃশ্য ফুটপাত অবৈধ দখলদার হতে পুনরুদ্ধারে সার্বিক সহায়তায় ছিলেন বগুড়া পৌরসভা, জেলা পুলিশ, ব্যবসায়ী প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আরো সংবাদ



premium cement