বগুড়ায় সহায়তার দাবিতে শ্রমিকদের স্মারকলিপি প্রদান
- বগুড়া অফিস
- ২১ জুন ২০২০, ২২:১৬, আপডেট: ২১ জুন ২০২০, ২২:১৩
বগুড়া জেলার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ঘোষিত আর্থিক অনুদান পাওয়ার দাবিতে রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন বগুড়ার উপ পরিচালক আলমগীর কুমকুমের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্বারকলিপিতে বলা হয়, ২৫ মার্চ থেকে আজ পর্যন্ত বগুড়ার বিভিন্ন কলকারখানা শিল্পপ্রতিষ্ঠান, হোটেল বেকারি, সেলুন, নির্মাণ, দোকান, অন্যান্য প্রতিষ্ঠানের শ্রমিকগণ কর্মহীন হয়ে পড়েছে। এখনও পর্যন্ত তারা লকডাউনে রয়েছে। তাই বগুড়ার এসকল শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত অর্থ সহায়তা, রেশনিং ব্যবস্থা ও শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তা পাবার জন্য বগুড়া জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী স্বার্থ সংরক্ষণ কমিটির আহ্বায়ক আব্দুল মোমিনের নেতৃত্বে এ স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্নন ট্রেড ইউনিয়নের প্রতিনিধি শ্রমিক নেতা লিটন শেখ বাঘা , আলমগীর হোসেন আলম, সাখাওয়াৎ হোসেন, আব্দুল হাই রুবেল, শফিকুল ইসলাম, আল আমিন, আবু সামাদ, জাহিদুল ইসলাম, লাডলা, আব্দুর রহিম, আতিকুল ইসলাম লয়া, সাদেক আলী, নূর মোহাম্মদ রাঙ্গা, বুলু মাস্টার, শ্রী রতন, আব্দুল বারী, আমিন হোসেন প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা