গাছের সাথে হেলান দিয়ে বসা যুবকের লাশ উদ্ধার
- পাবনা সংবাদদাতা
- ১৮ জুন ২০২০, ২১:০০, আপডেট: ১৮ জুন ২০২০, ২০:৫৯
পাবনা সদর উপজেলার পাটকিয়াবাড়ি গ্রামে শাহাদত হোসেন (২০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে তার বাড়ির সামনে থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে।
নিহত শাহাদত সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ি গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, বৃহস্পতিবার সকালে নিহত শাহাদতের বাড়ির পাশে একটি গাছের সাথে হেলান দিয়ে বসা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। রাতের কোনো এক সময় তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত যুবক মাঝে মধ্যে চুরি করতেন বলে এলাকায় জনশ্রুতি রয়েছে। ধারণা করা হচ্ছে চোর সন্দেহে রাতের কোনো এক সময় তাকে পিটিয়ে হত্যা করা হতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা