২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

বিড়ি শিল্পে ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে শার্শায় মানববন্ধন

বিড়ি শিল্পে ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে শার্শায় মানববন্ধন - নয়া দিগন্ত

প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটে বরাবরের ন্যায় বিড়ি শিল্পের উপর বৈষম্যমূলক ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে কর্মসূচী পালিত হয়েছে। রোববার সকা‌লে যশোরের শার্শার নাভারণ-সাতক্ষীরা মোড়ে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধন থেকে বিড়ির উপর ট্যাক্স কমানোসহ কমদামী সিগারেট ও বেশী দামী সিগারেটের মূল্য বৃদ্ধি, নকল বিড়ির ব্যবসা বন্ধ, ভারতের ন্যায় বিড়ি শিল্পের সুরক্ষা আইন বাস্তবায়ন এবং বিড়ি শ্রমিকদের মজুরী বৃদ্ধি করাসহ বিকল্প কর্মসংস্থান তৈরী না করে বিড়ি শিল্প বন্ধ না করার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকার মুখে ধুমপান বন্ধ বললেও সিগারেটের বাজার সহজলভ্য করে দিয়েছেন। ফলে সরকার ধুমপান মুক্ত করার জন্য যে ঘোষণা দিয়েছেন তার পরিবর্তে সিগারেটের ভোক্তা বৃদ্ধি পাবে বৈষম্য কমবে না। প্রস্তাবিত বাজেটে বিড়ি শিল্পের উপর যে বৈষম্য মূলক আচরণ করা হয়েছে তা এ শিল্পের জন্য চরম হুমকি স্বরুপ। এর ফলে বিড়ি ফ্যাক্টরীর সংখ্যা কমে যাবে।

করোনা পরিস্থিতিতে বেকার হয়ে পড়বে লক্ষ লক্ষ বিড়ি শ্রমিক। যার ফলে শ্রমিকরা করোনায় আক্রান্ত না হয়ে অনাহারেই মৃত্যুর দিকে ধাবিত হবে। এছাড়াও নকল বিড়ি বিক্রয় বৃদ্ধি পাবে ও সরকার রাজস্ব হারাবে।

বাংলাদেশ বিড়ি শ্রমিক ও কর্মচারী ঐক্য পরিষদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন দক্ষিণাঞ্চলের আহবায়ক ফজলুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদিকা মায়া বেগম, সদস্য সাইফুল ইসলাম, আকিমন বেগম, আশাদুল ইসলাম।

মানববন্ধনে আকিজ বিড়ি ফ্যাক্টরীর নাভারণ ঝিকরগাছা ও আকিজ বিড়ি ফ্যাক্টরীর কাশিয়াডাঙ্গার সকল শ্রমিকরা অংশগ্রহণ করেন।


আরো সংবাদ



premium cement
কিডস ক্রিয়েশন টিভিতে শিশুদের কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস’ জনগণ আর কোনো অপশক্তিকে মেনে নেবে না : নূরুল ইসলাম বুলবুল চীনের সাথে বাণিজ্য ঘাটতি কমিয়ে আঞ্চলিক সংযোগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার বিভিন্ন ইস‍্যুতে বিএনপির সাথে সন্দেহ ও টানাপোড়েন সিরাজগঞ্জে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষ্যে কম্বল বিতরণ ‘অন্যায়ের বিরুদ্ধে সাহসী কণ্ঠস্বর ছিলেন সাংবাদিক তোফাজ্জল হোসেন’ ভারত আওয়ামী ফ্যাসিস্টদের আশ্রয় দিয়েছে : ডা. তাহের জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক নজরুল ইসলামকে রংপুরে বদলি ব্রাহ্মণবাড়িয়ায় প্রথমবারের মতো শিবিরের প্রকাশনা উৎসব সাবেক মন্ত্রী মোজাম্মেলের নাতি গ্রেফতার আমতলীতে একই গ্রামে ৪টি ইটভাটা হুমকিতে জীববৈচিত্র্য ও ফসলি জমি

সকল