২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

বগুড়ায় দেহ তল্লাশি করে টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় ৪ পুলিশ ক্লোজড

দেহ তল্লাশি করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে চার পুলিশ সদস্যকে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। - প্রতীকী ছবি

বগুড়ার সারিয়াকান্দিতে দেহ তল্লাশি করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে চার পুলিশ সদস্যকে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। সারিয়াকান্দি থানায় অভিযোগের ভিত্তিতে ওই চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়।

তারা হলেন, সারিয়াকান্দি থানার এসআই জাহাঙ্গীর আলম, এএসআই আমিরুল ইসলাম, কনস্টেবল খোকন চন্দ্র ও মো: জাহিদুল ইসলাম।

জানা গেছে, গত সোমবার বিকেল ৩টায় সারিয়াকান্দি ও সোনাতলা সীমানা সংলগ্ন জোড়গাছা ইউনিয়নের গনসার পাড়া গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলেন মোস্তাফিজুর রহমানের ছেলে চৈতা (২৫)। তখন ওই চার পুলিশ সদস্য চৈতার গতিরোধ করে দেহ তল্লাশি করে ছয় হাজার টাকা হাতিয়ে নেন। এরপর চৈতা নামের ওই যুবক সারিয়াকান্দি থানায় অভিযোগ করেন।

সারিয়াকান্দি থানার ওসি আল আমিন বলেন, চৈতার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় চার পুলিশ সদস্যকে বগুড়া পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূইঞা বলেন, এব্যাপারে আমাকে অভিযোগ দিয়েছে। অভিযোগের ভিত্তিতে তাদেরকে ক্লোজড করা হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

দেখুন:

আরো সংবাদ



premium cement