ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
- খলিলুর রহমান আকন্দ শিবগঞ্জ (বগুড়া)
- ১০ জুন ২০২০, ০৭:৫৪, আপডেট: ১০ জুন ২০২০, ০৭:০০
মঙ্গলবার রাত সাড়ে ১০টায় বগুড়া-রংপুর মহাসড়কের গোকুল ঈদগাহ মাঠ সংলগ্ন ওজন নিয়ন্ত্রণ কেন্দ্রের সামনে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক স্বর্ণ ব্যবসায়ী, বগুড়া ফুঁলবাড়ি দক্ষিনপাড়া গ্রামের মৃত বুলু মিয়ার ছেলে উজ্জল হোসেন (৩৫)। তিনি জেলা স্বর্ণশ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টিভিএস মোটর সাইকেল যোগে সোনাতলা থেকে বগুড়া ফেরার পথে পিছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে ট্রাকটি পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই উজ্জল মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন মোটর সাইকেল আরোহী জেলা স্বর্ণশ্রমিক ইউনিয়নের সভাপতি মাহফুজার রহমান (৫০)। তাকে গুরুতর আহত অবস্থায় টিএমএসএস রফাত্ল্লুাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা