বগুড়ায় পিকআপচাপায় ২ জন নিহত
- বগুড়া অফিস
- ০৬ জুন ২০২০, ১২:০৪, আপডেট: ০৬ জুন ২০২০, ১১:৫৮
বগুড়ায় রাস্তার পাশে গল্প করতে থাকা দুইজন পিকআপের চাপায় নিহত হয়েছেন।
শনিবার সকালে বগুড়া শহর দ্বিতীয় বাইপাস মহাসড়কের খামার কান্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খামারকান্দি পশ্চিমপাড়ার মৃত আফতাব হোসেনের ছেলে দর্জি শ্রমিক দেলোয়ার হোসেন (৪৫) ও একই এলাকার মৃত আফছার আলীর ছেলে কৃষক দুলাল হোসেন (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঘুম থেকে উঠে ওই এলাকার বাইপাস সড়কের পাশে বসে গল্প করছিলেন দেলোয়ার ও দুলাল। সকাল ৭টার দিকে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিয়ে খাদে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই তারা দুজন মারা যান।
চালক ও হেলপার পালিয়ে গেলেও গাড়িটি পুলিশ হেফাজতে রয়েছে।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম জানান, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে এবং পিক আপটি আটক রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা