শাহজাদপুরে প্রবীণ শিক্ষককে লাঞ্ছনাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
- শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা
- ২৮ মে ২০২০, ১৪:৩৭, আপডেট: ২৮ মে ২০২০, ১৪:২৫
শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক চন্দন বসাককে লাঞ্ছিত করার ঘটনায় এলাকার শিক্ষক-শিক্ষাথী ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদের ঝড় বইতে শুরু করেছে। এদিকে অবিলম্বে লাঞ্ছনাকারী খোকন সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে গত বুধবার শিক্ষক সমাজের পক্ষ শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক কামরুন নাহার স্বাক্ষর করা একটি অভিযোগপত্র উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রদান করা হয়েছে। যার অনুলিপি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও থানার অফিসার ইনচার্জকে দেয়া হয়েছে।
অভিযোগপত্র সূত্রে জানা গেছে, নিজেকে র্যাব ও পুলিশের সোর্স পরিচয়দানকারী পৌর এলাকার মনিরামপুর মহল্লার খোকন সরকার গত রোববার সকালে প্রকাশ্য দিবালোকে জনসম্মুখে বিনা কারণে এলাকার সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ শিক্ষক চন্দন বসাককে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং একপর্যায়ে তাকে লাঞ্ছিত করে। এ সময় শিক্ষক চন্দন বসাক মনিরামপুর মহল্লার নিজ বাড়ি থেকে দ্বারিয়াপুর বাজারে যাচ্ছিলেন।
এ ব্যাপারে প্রধান শিক্ষক কামরুন নাহার সাংবাদিকদের জানান, শিক্ষক সমাজের মানসম্মান রক্ষার স্বার্থে আমরা সকলের শ্রদ্ধেয় শিক্ষক চন্দন বসাকের লাঞ্ছনাকারী খোকন সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। আমাদের দাবি পূরণ করা না হলে পরবর্তীতে শিক্ষক সমাজের পক্ষ থেকে মানববন্ধনসহ বৃহত্তর কর্মসূচির ঘোষণা করা হবে বলে তিনি জানান। এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো: শামসুজ্জোহার সাথে যোগযোগ করা হলে তিনি জানান, আগামী রোববার উভয়পক্ষকে তার কার্যালয়ে ডাকা হয়েছে। তাদের বক্তব্য শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা