২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বাস থামিয়ে চাঁদাবাজি, বহিষ্কৃত শ্রমিক লীগ নেতা ঝটিকা শাহীন গ্রেফতার

হিষ্কৃত শ্রমিক লীগ নেতা ঝটিকা শাহীন - নয়া দিগন্ত

বগুড়ায় ধান কাটা শ্রমিক বহনকারী বাস থামিয়ে চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত শ্রমিক লীগ নেতা শাহিনুর রহমান ওরফে ঝটিকা শাহীনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, গত রোববার রাতে নীলফামারী জেলার জলঢাকা উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে ৪৬ জন ধানকাটা শ্রমিক বাসযোগে কুমিল্লা যাচ্ছিলেন। রাত ২টার দিকে বাসটি বগুড়ার চারমাথায় পৌঁছায়।

এ সময় ওই ঝটিকা শাহীনসহ ১৪ থেকে ১৫ জন বাসটি থামান। এরপর তারা বাসচালক মনিরের কাছে ৫ হাজার টাকা চাঁদা দাবি করেন। বাসচালক চাঁদা দিতে অস্বীকার করলে ঝটিকা শাহীন ও তার সহযোগিরা মনির ও সুপার ভাইজার রতনকে মারধর করেন। তখন বাসে থাকা ধান কাটা শ্রমিকরা ঝটিকা শাহীনকে ধরে টহল পুলিশের কাছে সোপর্দ করেন।

এ সময় পুলিশের উপস্থিতি দেখে অন্যরা পালিয়ে যান। এ ঘটনায় বাসচালক মনির বাদি হয়ে শাহীনসহ তার সহযোগি ১৪ থেকে ১৫ জনের নামে বগুড়া সদর থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপশহর পুলিশ ফাঁড়ির এসআই আব্দুর রহিম জানান, গ্রেফতারকৃত ঝটিকা শাহীনকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

ঝটিকা শাহীন ২০১৮ সালে বগুড়ার এক কলেজছাত্রীকে ধর্ষণ করেন। ওই ঘটনায় ২০১৮ সালের ৩ অক্টোবর ঝটিকা শাহীনের নামে মামলা হলে তিনি গ্রেফতার হন। পরে তাকে শ্রমিক লীগ থেকে বহিষ্কার করা হয়। শাহীন বগুড়া মোটর মালিক গ্রুপের সদস্য ও জেলা মোটর মালিক গ্রুপের সাবেক যুগ্ম সম্পাদক।


আরো সংবাদ



premium cement