বগুড়ার প্রবীণ শিক্ষাবিদ নজবুল হকের করোনায় মৃত্যু
- বগুড়া অফিস ও সোনাতলা সংবাদদাতা
- ০৯ মে ২০২০, ১৫:৪৪
সাবেক প্রাদেশিক পরিষদের সদস্য (এমএলএ) মরহুম সৈয়দ আহম্মদের ২য় পুত্র , বগুড়ার সোনাতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বগুড়ার সৈয়দ আহম্মদ কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব নজবুল হক (৭৪) গতকাল শুক্রবার ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও দুই ছেলে সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করায় সরকারী নিয়মে তার জানাযা ও দাফন সম্পন্ন হয়। শুক্রবার রাত ৩টার দিকে সৈয়দ আহম্মদ কলেজ স্টেশনে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। সেই সাথে তার সম্মানে এলাকার ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রাখেন।
তিনি ১৯৪৬ সালের ১২ ডিসেম্বর বগুড়া জেলার সোনাতলা উপজেলার শিহিপুর সরকার বাড়ী এলাকায় এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতা সাবেক এমএলএ সৈয়দ আহম্মদ সরকার এবং মাতা আয়েশা খাতুন। তিনি ১৯৬২ সালে বগুড়া জিলা স্কুল থেকে মেট্রিকুলেশন ও ১৯৬৪ সালে বগুড়া সরকারী আযিযুল হক কলেজ থেকে এইচএসসি করেন।
এরপর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিষয়ে ১৯৬৮ সালে বিএসসি অনার্স এবং ১৯৬৯ সালে এমএসসি ডিগ্রী অর্জন করেন। তিনি ১৯৭১ সালের ১২ জানুয়ারী সৈয়দ আহম্মদ কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। তিনি ২০১১ সালের ১২ ডিসেম্বর অধ্যক্ষ পদ থেকে অবসর গ্রহণ করেন। তিনি ১৯৮৫ সালে সোনাতলা উপজেলা পরিষদের ১ম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।
তিনি গত মার্চ মাসের ১ম সপ্তাহে বগুড়া শহরের জলেশ্বরীতলাস্থ বাসায় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। এরপর তাকে ঢাকার মহাখালী মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে আনোয়ার খান মডার্ণ হাসপাতাল ও পরে ঢাকা স্কয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানেও তার অবস্থার অবনতি হলে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার তার শরীরে করোনা উপসর্গ দেখা দেয়। এরপর চিকিৎসক তার রক্ত পরীক্ষা করে তার শরীরে করোনা পজেটিভ পান বলে জানান সৈয়দ আহম্মদ কলেজের অধ্যক্ষ মোঃ সাইদুজ্জামান । তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা