বগুড়ায় কৃষি প্রণোদনার ৬৬ বস্তা সার ও ৫৬ বস্তা বীজ জব্দ
- বগুড়া অফিস ও নন্দীগ্রাম সংবাদদাতা
- ২৮ এপ্রিল ২০২০, ১০:০০
বগুড়ার নন্দীগাম উপজেলায় কৃষি প্রণোদনার সার ও বীজ জব্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার। এঘটনার মূল হোতা এসময় পালিয়ে গেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নন্দীগ্রাম উপজেলায় কৃষি প্রণোদনার ভর্তুকির সার ও বিজ কৃষকরা না পেয়ে বেশিরভাগ ভ’মিহীন এবং দালালদের তালিকায় বিতরণ হয়েছে। ওই সব সার ও বীজ দালাল চক্রের লোকজন কম মূল্যে কিনে নিচ্ছিল। এমন খবর পেয়ে গোপনে সোর্স লাগান উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরে উপজেলার দলগাছা গ্রামের মেহেদী হাসানের বাড়িতে সোমবার রাত ১০টায় অভিযান চালিয়ে সার ও বীজ উদ্ধার করলেও মেহেদী হাসান পালিয়ে যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার জানান, অভিযানে মেহেদী হাসানের বাড়ি থেকে সরকারি কৃষি প্রণোদনার ১০ কেজি ওজনের ৫১ বস্তা বীজ, খোলা বীজ ৫ বস্তা, এমওপি সার ২২ বস্তা ও বিওপি সার ৪৪ বস্তা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। তবে মামলা হয়নি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা