জয়পুরহাটে মাটিচাপা পড়ে ২ শ্রমিক নিহত
- জয়পুরহাট সংবাদদাতা
- ১১ মার্চ ২০২০, ২০:০১
জয়পুরহাট সদর উপজেলার চকবরকত ইউনিয়নের নির্মাণাধীন মল্লিকপুর স্কুল মাঠে মাটির ঢিবি ধসে দুই ট্রাক্টর শ্রমিক নিহত হয়েছেন। বুধবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একজন গুরুতর আহত অবস্থায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি আছে।
নিহতরা হলেন, সদর উপজেলার ইছুয়া নওয়াপাড়া গ্রামের মৃত কলিমুদ্দিনের ছেলে কুদ্দুস হোসেন (৪০) ও নওগাঁর ধামইরহাট উপজেলার উত্তর জাহানপুর গ্রামের মৃত ইব্রাহিম মন্ডলের ছেলে আতোয়ার হোসেন।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুস সালাম বলেন, সদর উপজেলার মল্লিকপুর স্কুলের নির্মাণাধীন একটি বিল্ডিংয়ের কন্ট্রাকশন কাজের জন্য নিচের মাটি খনন করে বাড়তি মাটি স্তুপ করে রাখা ছিল। সেই বাড়তি মাটি ইটভাটা ও পুকুর ভরাটের কাজে নিয়ে যাওয়ার জন্য চারজন ট্রাক্টর শ্রমিক কাজ করছিল। এমন সময় হঠাৎ করে মাটির ঢিবি ধসে পরে ঘটনাস্থলেই দুই শ্রমিক মারা যান ও বাকি দু’জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আহত দুইজনসহ তাদের লাশ উদ্ধার করে। এদের মধ্যে গুরুতর অবস্থায় একজনকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সুপার আরো জানান, নওগাঁর এক ঠিকাদার এই নির্মাণের কাজটি করছে। এই ঘটনায় যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা