পদ্মার পাড় থেকে বিরল প্রজাতির নীলগাই উদ্ধার
- নয়া দিগন্ত অনলাইন
- ২২ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৪৯
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর ঠুঠাপাড়া সীমান্ত এলাকা থেকে বিরল প্রজাতির একটি নীলগাই উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাতে নীলগাইটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করে বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জ-৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুর রহমান খান জানান, শুক্রবার সকাল ১০টার দিকে মাসুদপুর ঠুঠাপাড়া সীমান্ত এলাকায় স্থানীয় কয়েকজন মাঠে ঘাস কাটতে গেলে পদ্মা নদীর পাড়ে কাদায় আটকে থাকা অবস্থায় একটি নীলগাই দেখতে পান। পরে তারা মাসুদপুর বিওপিতে খবর দিলে তাদের সহায়তায় বিজিবি সদস্যরা নীলগাইটি উদ্ধার করে।
তিনি জানান, রাত ১০টার দিকে নীল গাইটি রাজশাহী বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে রাজশাহী বন বিভাগের কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, উদ্ধার নীলগাইটি আমাদের দেশে বিরল।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নীলগাইটি রাতেই গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা