বগুড়ায় বিএনপি নেতা হত্যাচেষ্টার অভিযোগে আ’লীগ নেতাসহ ১৮৪ জনের নামে মামলা
- বগুড়া অফিস
- ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৮
বগুড়ায় বিএনপি নেতা মাহাবুবুর রহমানকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৮৪ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা করা হয়েছে। এ মামলায় অজ্ঞাত আরো ৩০০ জনকে আসামি করা হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বগুড়ার শাজাহানপুর আমলি আদালতে এ মামলা করা হয়। আদালত মামলার আবেদন গ্রহণ করে তা এফআইআর হিসেবে গ্রহণের জন্য শাহাজানপুর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
আসামিদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মো: মজিবুর রহমান (মজনু), সাধারণ সম্পাদক ও সাবেক এমপি রাগেবুল আহসান রিপু, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, জেলা আওয়ামী লীগ নেতা টি জামান নিকেতা, রফি নেওয়াজ খান রবিন, এ কে এম আসাদুর রহমান দুলু, ওবায়দুল হাসান ববি, মাসুদুর রহমান মিলন, সুলতান মাহমুদ খান রনি, শুভাশীষ পোদ্দার লিটন। এছাড়া যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতা-কর্মীদেরও আসামি করা হয়।
মামলার বাদি বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মাহাবুবুর রহমান জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগের ডামি নির্বাচনের বিরুদ্ধে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহরের শাকপালা এলাকায় ২০২৩ সালের ৫ নভেম্বর কর্মসূচি পালন করছিলেন। এ সময় জেলা আওয়ামী লীগের কিছু নেতা-কর্মীর ককটেল, পেট্রোল বোমা, গান পাউডার, আগ্নেয়াস্ত্র, পিস্তল, রামদাসহ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করেন।
এ সময় জেলা আওয়ামী লীগের নেতা রফি নেওয়াজ খান রবিন, মাসুদুর রহমান মিলন ও শুভাশীষ পোদ্দার লিটনের হাতে থাকা পিস্তলের গুলি আমার পায়ে লাগে। এতে আমি গুরুতর আহত হই। পরে আমি টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল ভর্তি হয়ে চিকিৎসা নিই। গুলির কারণে আমার বাম পা চিরতরে পঙ্গু হয়ে গেছে। গত ৫ আগস্টের আগে ফ্যাসিস্ট দলীয় পুলিশ থাকায় আইনি পদক্ষেপ নিতে দেরি হয়েছে। আমি ন্যায় বিচার চাই।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা