২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ শাবান ১৪৪৬
`

বগুড়ায় বিএনপি নেতা হত্যাচেষ্টার অভিযোগে আ’লীগ নেতাসহ ১৮৪ জনের নামে মামলা

- ছবি : নয়া দিগন্ত

বগুড়ায় বিএনপি নেতা মাহাবুবুর রহমানকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৮৪ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা করা হয়েছে। এ মামলায় অজ্ঞাত আরো ৩০০ জনকে আসামি করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বগুড়ার শাজাহানপুর আমলি আদালতে এ মামলা করা হয়। আদালত মামলার আবেদন গ্রহণ করে তা এফআইআর হিসেবে গ্রহণের জন্য শাহাজানপুর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

আসামিদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মো: মজিবুর রহমান (মজনু), সাধারণ সম্পাদক ও সাবেক এমপি রাগেবুল আহসান রিপু, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, জেলা আওয়ামী লীগ নেতা টি জামান নিকেতা, রফি নেওয়াজ খান রবিন, এ কে এম আসাদুর রহমান দুলু, ওবায়দুল হাসান ববি, মাসুদুর রহমান মিলন, সুলতান মাহমুদ খান রনি, শুভাশীষ পোদ্দার লিটন। এছাড়া যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতা-কর্মীদেরও আসামি করা হয়।

মামলার বাদি বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মাহাবুবুর রহমান জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগের ডামি নির্বাচনের বিরুদ্ধে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহরের শাকপালা এলাকায় ২০২৩ সালের ৫ নভেম্বর কর্মসূচি পালন করছিলেন। এ সময় জেলা আওয়ামী লীগের কিছু নেতা-কর্মীর ককটেল, পেট্রোল বোমা, গান পাউডার, আগ্নেয়াস্ত্র, পিস্তল, রামদাসহ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করেন।

এ সময় জেলা আওয়ামী লীগের নেতা রফি নেওয়াজ খান রবিন, মাসুদুর রহমান মিলন ও শুভাশীষ পোদ্দার লিটনের হাতে থাকা পিস্তলের গুলি আমার পায়ে লাগে। এতে আমি গুরুতর আহত হই। পরে আমি টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল ভর্তি হয়ে চিকিৎসা নিই। গুলির কারণে আমার বাম পা চিরতরে পঙ্গু হয়ে গেছে। গত ৫ আগস্টের আগে ফ্যাসিস্ট দলীয় পুলিশ থাকায় আইনি পদক্ষেপ নিতে দেরি হয়েছে। আমি ন্যায় বিচার চাই।


আরো সংবাদ



premium cement
নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ বুধবার কেরানীগঞ্জে পরকীয়ার জেরে গৃহবধূকে হত্যা, প্রেমিক আটক তৃতীয় ম্যাচে বাংলাদেশ কাবাডি দলের জয় জাতীয় নাগরিক কমিটির কেউ চীন সফরে যাচ্ছেন না নারায়ণগঞ্জের সমাবেশে জেলা যুবদল ও ফতুল্লা বিএনপির শো ডাউন চন্দনাইশে ছাত্রশিবিরের কোরআন বিতরণ জুলাইয়ে বাংলাদেশ আসছে পাকিস্তান বাংলাদেশ-রাশিয়া সম্পর্ক আরো জোরদারের আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার কুলাউড়ায় সাংবাদিকদের সাথে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর মতবিনিময় ফ্যাসিবাদী শাসন দীর্ঘায়িত করতেই পিলখানা হত্যাকাণ্ড : ফখরুল ইসলাম শহীদ আবু সাইদের নামে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বেরোবিতে বিক্ষোভ

সকল