২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ শাবান ১৪৪৬
`

লালপুরে শিমক্ষেত থেকে বৃদ্ধের লাশ

- ছবি : প্রতীকী

নাটোরের লালপুরে শিমক্ষেত থেকে করিম প্রামানিক (৫৬) নামে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের টিটিয়া পূর্বপাড়া গ্রামের একটি শিমক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

করিম প্রামানিক উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের টিটিয়া পূর্বপাড়া গ্রামের মৃত চয়েন প্রামাণিকের ছেলে।

পারিবারিকসূত্রে জানা যায়, নিহত করিম প্রামানিক রোববার মাগরিবের নামাজের পর ইসলামী জালসা শোনার উদ্দেশে বাড়ি থেকে বের হন। পরে ভোর রাত পর্যন্ত বাসায় না ফিরলে পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে আলম (৪০) নামে এক ব্যক্তি একই গ্রামের মরহুম শফির উদ্দিনের ছেলে মানিকের শিমক্ষেতে করিমের লাশ পড়ে থাকতে দেখেন। পরিবারের লোকজনকে খবর দিলে তারা লাশটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

নিহত করিম প্রামানিকের বড় ভাই আব্দুর রহমান জানান, তার ভাই মানসিক ভারসাম্যহীন ও মৃগী রোগে আক্রান্ত ছিলেন। এর আগেও কয়েকবার তিনি মৃগী রোগে আক্রান্ত হয়ে রাস্তায় পড়ে ছিলেন। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে বাড়িতে আনা হয়। কিন্তু রোববার দিবাগত রাতে বাড়িতে না ফেরায় তাকে ভোর রাত থেকে খোঁজাখুজি করা হয়। সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন একটি শিমক্ষেতে তিনি মৃত অবস্থায় পড়ে আছেন। পরে সেখান থেকে লাশটি বাড়িতে নিয়ে আসা হয়।

লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো: মোমিনুজ্জামান জানান, এ ব্যাপারে লালপুর থানায় একটি অপঘাতজনিত মৃত্যু (ইউডি) মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement
সুরমা-কুশিয়ারায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণে বিএসএফের বাধা, ফুঁসে উঠছে সিলেট বুয়েটের ছাত্র আবরার হত্যা মামলায় হাইকোর্টের রায় যেকোনো দিন অভয়নগরে মোটরসাইকেল থেকে ছিটকে ২ যুবক নিহত সন্দেহজনক প্রকাশনায় পদোন্নতির আয়োজন চলছে বিএসএমএমইউতে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত মঙ্গলবার থেকে সাজেকে ভ্রমণ নিরুৎসাহিত করেছে প্রশাসন নোয়াখালীতে আ’লীগ নেতা গ্রেফতার যৌন নীপিড়ন ও শ্লীলতাহানির অভিযোগে ওসির বিরুদ্ধে মামলা, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ ঢাকায় কেমন রাজনৈতিক বিন্যাস চায় দিল্লি বাংলাদেশের সাথে সম্পর্কের বিষয়ে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে : তৌহিদ শিক্ষা কার্যক্রম শুরু করল কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়

সকল