নওগাঁয় আহত ছেলেকে দেখতে যাওয়ার পথে নিহত মা
- মান্দা (নওগাঁ) সংবাদদাতা
- ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০৯
নওগাঁর মান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ছেলেকে হাসপাতালে দেখতে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় জায়েদা বিবি (৬৫) নামের এক মা নিহত হয়েছেন।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের উপজেলার বিজয়পুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জায়েদা বিবি উপজেলার কুসুম্বা ইউপির হাজি গোবিন্দপুর গ্রামের মরহুম মনসুর রহমানের স্ত্রী বলে জানা গেছে।
নিহতের পরিবার জানায়, অবসরপ্রাপ্ত সেনা সদস্য রহিদুল ইসলাম রোববার সকালে প্রসাদপুর বাজার থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে সাদেকুল ইসলামের ইটভাটা এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান।
এদিকে রহিদুলের আহত হওয়ার সংবাদে তাকে দেখতে মা জায়েদা বিবি হাসপাতালে যাচ্ছিলেন। পথে বিজয়পুর মোড় এলাকায় রাস্তা পারাপারের সময় একটি ভটভটি ধাক্কায় তিনি পাকা সড়কের ওপর পড়ে গুরুতর আহত হন। এ সময় তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (রামেবি) হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে নিহত জায়েদা বিবির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা