কুষ্টিয়ার-দৌলতপুরে চরাঞ্চলের সাইফ বাহিনীর প্রধান আটক
- দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা
- ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৬
কুষ্টিয়ার দৌলতপুরে চরাঞ্চলের ত্রাস সাইফ বাহিনীর প্রধান সাইফ মণ্ডলকে (৩৫) আটক করেছে থানা পুলিশ।
সাইফ উপজেলার বৈরাগীরচর গ্রামের ভাদু মণ্ডলের ছেলে এবং চরাঞ্চলের আলোচিত বাড়ি থেকে ডেকে নিয়ে বালুচরে গুলি করে রাজু হত্যা মামলার অন্যতম আসামি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোর ৩টার সময় পুলিশের গোয়েন্দা বিভাগের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার রামপুরা এলাকা থেকে দৌলতপুর থানা পুলিশ তাকে আটক করে। রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১২টায় দৌলতপুর থানায় নিয়ে আসে।
তিনি আরো জানান, উপজেলার মরিচা, ফিলিপনগর, চিলমারীসহ পাশের পাবনার ঈশ্বরদী, নাটোরের লালপুর, রাজশাহীর বাঘা ও চারঘাটের বিস্তীর্ণ এলাকা নিয়ে সাইফ মণ্ডল তার নেতৃত্বে বিশাল সন্ত্রাসী বাহিনী গড়ে তোলে। তিনি এই সন্ত্রাসী বাহিনী দিয়ে উপজেলার এই বিস্তীর্ণ চরাঞ্চলে একের পর এক খুন, ধর্ষণ, চাঁদাবাজি, জমি দখল, ফসল দখল ও মাদকের রমরমা কারবার চালিয়ে আসছিল এবং শান্ত চরাঞ্চলকে অশান্ত করে তুলেছে। তার বিরুদ্ধে দৌলতপুর থানায় খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও মাদকের প্রায় ডজন খানেক মামলার পলাতক আসামি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা