২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

আ’লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না : রফিকুল ইসলাম খান

উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত প্রতিনিধি সন্মলনে প্রধান অতিথির বক্তব্য দে;ন মাওলানা রফিকুল ইসলাম খান। - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বাংলার জমিনে আওয়ামী লীগ জাতির ওপরে যে গণহত্যা চালিয়েছে, এর বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে নির্বাচনে অংশ গ্রহণ করতে দেয়া হবে না।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত প্রতিনিধি সন্মলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম খান বলেন, শহীদের রক্তের দাগ এখনো মাটিতে লেগে আছে। হাত, পা, চোখ হারিয়ে এখনো হাসপাতালে অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এসব নিরপরাধ ব্যক্তিদের বিরুদ্ধে যারা নর পৈশাচিক হত্যাযজ্ঞ চালিয়েছিল তাদের বিচার না হওয়া পর্যন্ত বাংলার জনগণ এই ভারতের তাবেদার, ভারতের ব্রাহ্মণ্যবাদের দালাল আওয়ামী অপশক্তিকে বাংলার জমিনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে না।

তিনি বলেন, আওয়ামী স্টাইলে নির্বাচন করার দিন শেষ। জনগণকে ধোকা দিয়ে বোকা বানানোর যাবে না। পেশী শক্তি প্রয়োগ করে যারা নির্বাচনে জয়লাভ করার নীল নকশা তৈরি করছেন, এই নীল নকশা বাস্তবায়িত হবে না। বাংলার এই তৌহিদি-জনতাকে আটকানো যাবে না। যারা নতুন করে স্বৈরাচারী, তাবেদারি রাষ্ট্র কায়েম করতে চায় তাদেরকে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। দেশের জনগণ আর বোকা নয়, চায়ের দোকান থেকে শুরু করে সচিবালায় পর্যন্ত জনগণ এখন সচেতন।

তিনি অন্তবর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, সরকারের ভেতরে এবং বাইরে আওয়ামী দোসররা এখনো ঘাপটি মেরে বসে আছে। এই অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করে যথাযথ শাস্তির ব্যবস্থা করুন। দেশকে অস্থিতিশীল করার জন্য তারা একটির পর একটি ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই সব অপরাধীদের দ্রুত আইনের আওতায় না আনা হলে জনগণ আবার ফুঁসে উঠবে। এই স্বাধীনতাকে ভুলণ্ঠিত করতে দেয়া যাবে না।

সলঙ্গা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা কে এম হারুনর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা আব্দুস সামাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মো: নজরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা শাহিনুর আলম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলি, সলঙ্গা থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম শহিদ, সাবেক আমির হোসাইন আলী, নায়েবে আমির আব্দুল গফুর মোল্লা, সলঙ্গা থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা রাকিবুল হাসান প্রমুখ।


আরো সংবাদ



premium cement
দুই থানার ঠেলাঠেলিতে বাস ডাকাতির ৩ দিন পর মামলা, ওসি প্রত্যাহার দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে খিলগাঁওয়ের ভয়াবহ আগুন রমজানে বিদ্যুতের কোনো ঘাটতি থাকবে না : জ্বালানি উপদেষ্টা এবার বেনাপোল সীমান্তে হলো না বাংলাদেশ-ভারত মিলনমেলা খিলগাঁওয়ে স’মিলের আগুন ছড়িয়ে পড়ছে, নিয়ন্ত্রণে ১০ ইউনিট জুলাই বিপ্লব ব্যর্থ হলে দেশের স্বাধীনতা বিপন্ন হবে : আবদুল হাই শিকদার মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে মুক্তির দাবিতে প্রতিবাদ সভা ধামরাইয়ে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা দেশসেবায় ক্যাডেটদের আত্মনিয়োগ করতে হবে : সেনাপ্রধান নরসিংদীতে বাসের ধাক্কায় নিহত ২ দেবিদ্বারে পূর্ব বিরোধকে ঘিরে হামলার ঘটনায় আহত ইব্রাহীম খলিলের মৃত্যু

সকল