বগুড়ায় নাশকতা মামলায় আ’লীগের ২ নেতা গ্রেফতার
- শেরপুর (বগুড়া) সংবাদদাতা
- ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫২
বগুড়ার শেরপুরে নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি দু’আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরের দিকে পুলিশ অভিযান চালিয়ে মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর বাজার থেকে নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি আমজাদকে গ্রেফতার করে।
এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে পৌর শহরের বাসট্যান্ড এলাকা থেকে হামলা, ভাঙচুর, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলার আসামি সাইদুরকে গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও শেরুয়া গ্রামের মরহুম আকবর হোসেনের ছেলে সাইদুর রহমান (৫৫) ও সুঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সাতারা গ্রামের মরহুম আব্দুল সরকার ছেলে আমজাদ হোসেন (৫৫)।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘পুলিশ অভিযান চালিয়ে ভাঙচুর, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলার এজাহারভুক্ত দু’আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।