১০ দিন ধরে নিখোঁজ মাদরাসাছাত্র সাইফুল্লাহ
- তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
- ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৮
সিরাজগঞ্জের তাড়াশে ১০ দিন ধরে সাইফুল্লাহ (১৮) নামে এক মাদরাসাছাত্র নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মাদরাসা থেকে বাড়িতে আসার পথে সে নিখোঁজ হন বলে জানা গেছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) নিখোঁজের ঘটনায় তার বাবা ইসমাইল হোসেন সিরাজগঞ্জের তাড়াশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সাইফুল্লাহ উপজেলার নওগাঁ ইউনিয়নের সান্তান গ্রামের ইসমাইল হোসেনের ছেলে এবং হাসানপুর আনোয়ারুল উলুম হাফেজিয়া মাদরাসার ছাত্র।
জানা গেছে, নিখোঁজের সময় তার পরনে সবুজ রঙের পাঞ্জাবি, আকাশি রঙের পায়জামা ও কালো রঙের বার্মিজ স্যান্ডেল ছিল। এছাড়া সে তাড়াশ অঞ্চলের আঞ্চলিক ভাষায় কথা বলে।
সাইফুল্লার বাবা জানান, ‘গত ৬ ফেব্রুয়ারি আমার ছেলে মাদরাসা থেকে বাড়িতে আসার উদ্দেশে বের হয়ে আর ফিরে আসেনি। পরে মাদরাসায় খোঁজ নিয়ে জানতে পারি, সেখান থেকে সকালে বের হয়েছে। এদিকে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান পাইনি।’
নিখোঁজ সাইফুল্লাহর সন্ধান পাওয়া গেলে নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তার মা সাবিনা খাতুন। এছাড়া ০১৭৮১৬৭৭৪১৭ নম্বরে যোগাযোগের অনুরোধও জানিয়েছেন তিনি।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, ‘পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা