পাবিপ্রবি ছাত্রদলের সভাপতি মুজাহিদ, সম্পাদক তরিকুল
- পাবিপ্রবি প্রতিনিধি
- ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৬
প্রায় চার বছর পর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রদলের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে মুজাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে কে এম তরিকুল ইসলামকে মনোনীত করা হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পাবিপ্রবি শাখা ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অন্যরা হলেন– সিনিয়র সহ-সভাপতি ফসিউল হক ইমন, সহ-সভাপতি আমিরুল ইসলাম আবির, ময়েন উদ্দিন, মাসুম বিল্লাহ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক দেওয়ান তাফহিমুল হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক সালাউদ্দিন কাদের, মিরাজুল ইসলাম মিরাজ, সিরাজুম মনির, শরিফুল ইসলাম, সৌমিক উদ্দিন আহমেদ, ওলী উল্লাহ, সালমান সাদিক শুভ, সাংগঠনিক সম্পাদক আবদুল মইন অলীভ, দপ্তর সম্পাদক ইনজামামুল হক সজল, প্রচার সম্পাদক রোমেল হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সজীব প্রামাণিক, তথ্য ও গবেষণা সম্পাদক মো. মেহেদি হাসান, ছাত্রী বিষয়ক সম্পাদক ফাইরুজ আনিকা, ক্রীড়া সম্পাদক জাকির আল হাসান।
বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা