২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ ফাল্গুন ১৪৩১, ২০ শাবান ১৪৪৬
`

পায়ে হেঁটে ৬৪ জেলা ভ্রমণে হাফেজ দুই ভাই এখন নাটোরে

হাফেজ সিয়াম উদ্দিন ও সায়োম উদ্দিন - ছবি : নয়া দিগন্ত

জাতীয় পতাকা মাথায় বেঁধে পায়ে হেঁটে দেশের ৬৪ জেলা ভ্রমণ শুরু করেছেন দুই ভাই হাফেজ সিয়াম উদ্দিন ও হাফেজ সায়োম উদ্দিন।

ইতোমধ্যে ২৩ জেলা ভ্রমণ শেষে সোমবার (১৭ ফেব্রুয়ারি) নাটোরে অবস্থান করছেন তারা।

তারা দু’জন মাদারীপুর জেলার কালকিনি উপজেলার (দক্ষিণ বাঁশবাড়ী) আউলিয়ারচর এলাকার মাহমুদুল আলম গিয়াসের ছেলে।

এই ভ্রমণে পায়ের বিভিন্ন জায়গায় ক্ষত আর শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন তারা।

পবিত্র কোরআন শরীফের বাণী ‘তোমরা আমার পৃথিবীতে ভ্রমণ করো, তাহলে আমার সৃষ্টির বিষয়ে তোমাদের জ্ঞান আরো বৃদ্ধি পাবে।’-এই বাণী মাথায় রেখে তারা গত ২৬ জানুয়ারি থেকে ভ্রমণ শুরু করেন।

ভ্রমণকারী হাফেজ সিয়াম উদ্দিন বলেন, ‘দেশের ৬৪টি জেলা পায়ে হেঁটে ঘুরবেন দুই ভাই। ২১ দিনে ২৩তম জেলা সিরাজগঞ্জ হয়ে নাটোর এসেছেন। নাটোর শেষে রাজশাহীর পথে যাবেন।’

হাফেজ সায়োম উদ্দিন বলেন, ‘হেঁটে পায়ের বিভিন্ন জায়গায় ক্ষত হয়ে গেছে। কোথাও কোনো সমস্যা হচ্ছে না। সারাদিন হাঁটি আর মাঝেমধ্যে বিশ্রাম করি। ভারী কোনো খাবার খাই না। রাতে কোনো মসজিদে অবস্থান করি। এই ভ্রমণ সুস্থ থেকে শেষ করতে সকলের দোয়া চাই।’


আরো সংবাদ



premium cement
চাকরিচ্যুত উপজেলা নির্বাচন কর্মকর্তাদের বিষয়ে রায় ২৫ ফেব্রুয়ারি ইউরোপকে জেগে ওঠার আহ্বান গ্রিসের প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও শিল্পসচিবকে বাধ্যতামূলক অবসর মুন্সীগঞ্জে আবারো ৪ কঙ্কাল চুরি গ্রিনল্যান্ড অবশ্যই যুক্তরাষ্ট্রের কাছে থাকা উচিত : ট্রাম্প তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিতে কাজ করছে সরকার : প্রধান উপদেষ্টা ইসরাইলের লাগাতার হামলার কারণে তোমাদের সন্তানকে বাঁচিয়ে রাখতে পারিনি সাভারে গোডাউনে আগুন, আড়াই ঘণ্টায় নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে এনজিও কর্মকর্তা হত্যায় যুবকের যাবজ্জীবন আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি : হাসনাত আবদুল্লাহ অপারেশন ডেভিল হান্টে আরো ৪৯২ জন গ্রেফতার

সকল