ফ্যাসিস্ট আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে : রফিকুল ইসলাম খান
- বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
- ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৮
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19692448_118.jpg)
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন,‘বাংলাদেশে নির্বাচন ব্যবস্থাকে দাফন ও গণতন্ত্রকে হত্যা করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ।’
শনিবার (১৫ ফেব্রুয়ারি) নাটোরের বড়াইগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত ইউনিট দায়িত্বশীল শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘২০০৮ সালে আওয়ামী লীগ ত্রিমুখী ষড়যন্ত্র আর গোপন সমঝোতা করে অবৈধভাবে ক্ষমতায় বসেছিল। এর পরে আর একটি নির্বাচনও সুষ্ঠু হয়নি। ২০১৮ সালেও দিনের ভোট রাতে দিয়ে বাক্স ভরেছে।’
জামায়াতের এ সহকারী সেক্রেটারি জেনারেল আরো বলেনে, ‘প্রায় দেড় হাজার ছাত্র জনতার প্রাণের বিনিময়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। জুলাই বিপ্লবে হাসিনার বর্বরতা জাতিসঙ্ঘের তদন্তেও উঠে এসেছে। তাই খুনী হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে।’
‘যৌক্তিক সংস্কার শেষে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে হবে’ উল্লেখ করে রফিকুল ইসলাম খান বলেন, ‘আগামীতে আর কাউকে মানুষের ভোটাধিকার কেড়ে নিতে দেয়া হবে না। শুধু গণতন্ত্র ধ্বংস নয়, ফ্যাসিস্ট আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশ থেকে ৩০ হাজার লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। তারা দেশের ব্যাংকগুলোকে ধ্বংস করে দিয়েছে।’
উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জামায়াতের রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল ইসলাম, নাটোর জেলা আমির ড. মীর নুরুল ইসলাম, নায়েবে আমির অধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসাইন খান, জেলা সেক্রেটারি অধ্যাপক মো: সাদেকুর রহমান, রাজশাহী মহানগরী জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ শাহাদাত হোসাইন ও জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিম বক্তব্য রাখেন।