ফুঁস করে নয়, ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য হাসিনা দেশে আসবে : রফিকুল ইসলাম খান
- শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা
- ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৬
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19692427_12.jpg)
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ফুঁস করে নয়, ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য শেখ হাসিনা দেশে আসবে। স্বাধীন বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদকে জন্ম নিতে দেয়া হবে না। গণহত্যাকারীদের বিচার কার্য দ্রুত সম্পন্ন করতে হবে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এবং শাহজাদপুর উপজেলা জামায়াতের আয়োজনে শাহজাদপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
রফিকুল ইসলাম খান বলেন, পলাতক শেখ হাসিনা দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। সরকারের ভেতরে ফ্যাসিবাদের দোসররা এখনো বিদ্যমান, তাদেরকে চিহ্নিত করে বিচার করতে হবে। ভোটার তালিকা সংশোধন করে নতুন নির্ভুল ভোটার তালিকা করে এরপরে নির্বাচন দিতে হবে।
তিনি বলেন, ফ্যাসিবাদ আমলে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল করা হয়েছে। অনতিবিলম্বে জামায়াতে ইসলামীর নিবন্ধন ও দাঁড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দেয়ার দাবি জানান তিনি। এ সময় তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের দ্রুত মুক্তি দাবি করেন।
তিনি আশ্বস্ত করে বলেন, আমাদের দল ক্ষমতায় গেলে মহিলারা সবচেয়ে ভালো থাকবে। তারা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে প্রশাসনের বিভিন্ন স্তরে চাকরী করবে। মহিলাদের জন্য আলাদা ব্যাংক স্থাপন করা হবে। অমুসলিমরাও অনেক ভালো থাকবে ইনশাল্লাহ্। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কোরআন ও হাদিসের আলোকে দেশ চলবে। তাই, সবাই সুখে শান্তিতে থাকবে। আর যাদের অসুবিধা হবে তাদের সংখ্যা অনেক কম। তখন দেশে কোনো চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজদের আশ্রয়-প্রশ্রয় দেয়া হবে না।
বক্তব্য শেষে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে শাহজাদপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মিজানুর রহমানকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেয়ার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।
মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমির ও কাজীপুর উপজেলার মনোনীত এমপিপ্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহীনুর আলম, জামায়াত নেতা শাহজাহান আলী, আরিফুল ইসলাম, সোহেল, মোফাজ্জল হোসেন প্রমুখ।