১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ ফাল্গুন ১৪৩১, ১৯ শাবান ১৪৪৬
`

সাঁথিয়ায় ভাড়ার কথা বলে ডেকে ভ্যানচালককে হত্যা

- ছবি : নয়া দিগন্ত

পাবনার সাঁথিয়ায় সুজল (৩৮) নামে এক ভ্যানচালককে ভাড়ার কথা বলে মোবাইল ফোনে ডেকে নিয়ে হত্যা করে ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

আজ শনিবার সকালে স্থানীয়রা পুকুরে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করা হয়। এর আগে, শুক্রবার উপজেলার মাধপুর-সাঁথিয়া আঞ্চলিক মহাসড়কের স্বরপ নামক স্থানে এ ঘটনা ঘটে।

সুজল উপজেলার খয়েরবাড়িয়া গ্রামের ইছাক আলী প্রামানিকের ছেলে।

পারিবার জানায় , সুজল সম্প্রতি প্রায় এক লাখ টাকা দিয়ে একটি নতুন ভ্যান কিনেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে মোবাইল ফোনে তাকে ভাড়ার কথা বলে ডেকে নিয়ে যায় কে বা কারা। পরে সুজলের ফোন বন্ধ থাকে এবং বাড়ি ফিরে না। আজ শনিবার সকালে স্থানীয়রা একটি পুকুরে লাশ ভাসতে দেখে। পরে বিষয়টি জানাজানি সুজলের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা ট্রিপল নাইনে (৯৯৯) কল পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে পাবনা মর্গে পাঠিয়েছি। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement
শিবপুরে কাপড় ব্যবসায়ীর লাশ উদ্ধার কাশিয়ানীতে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ১, আহত ১৫ ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বের শীর্ষে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে ঢাকায় পতন, চট্টগ্রামে উত্থান রুশ-মার্কিন আলোচনার ক্ষুব্ধ জেলেনস্কি, ট্রাম্পের জবাব কুয়েট ভিসির পদত্যাগসহ ৫ দফা দাবি, অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ হাসিনার সাবেক সামরিক সচিব মিয়াজী আটক উদ্বোধনী ম্যাচের আগে দর্শকের আনন্দ দেবে পাকিস্তান বিমানবাহিনী শনিবার ৬ ইসরাইলি পণবন্দীকে মুক্তি দেবে হামাস খালেদা জিয়ার নাইকো মামলার রায় আজ চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠছে আজ, মুখোমুখি পাকিস্তান-নিউজিল্যান্ড

সকল