১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০২ ফাল্গুন ১৪৩১, ১৫ শাবান ১৪৪৬
`

বগুড়ায় প্রতিপক্ষের হামলায় আহত যুবদল নেতার মৃত্যু

রাশেদুল হাসান - ছবি : সংগৃহীত

বগুড়ার সোনাতলায় প্রতিপক্ষের হামলায় আহত যুবদল নেতা রাশেদুল হাসান (২৭) শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে মৃত্যু হয় তার।

নিহত রাশেদুল সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়ন যুবদলের সদস্য ছিলেন।

অভিযোগ রয়েছে, গত ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় পাকুল্লা বাজারে রাশেদুলের ওপর হামলা করে নিজ দলের আব্দুল হান্নান বাটালু ও তার সমর্থকরা। রাশেদুলের মৃত্যুর খবর শুনে হামলাকারী ও তার সহযোগীদের বাড়ি ভাঙচুর করেছে বিক্ষুদ্ধ বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা।

বগুড়া সদর থানার ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক হারুনার রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

রাশেদুলের ওপর হামলার কারণ সম্পর্কে স্থানীয় বাসিন্দারা জানান, পাকুল্লা বহুমুখী উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটি গঠন নিয়ে এলাকাবাসী তিন গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে। এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন ইউনিয়ন বিএনপির সভাপতি হান্নান। অপর দু’টি গ্রুপের নেতৃত্বে রয়েছেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলী হাসান নারুন এবং বগুড়া শহর জামায়াতের সাবেক সেক্রেটারি এ বি এম মাজেদুর রহমান জুয়েল।

গত ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় জামায়াত নেতা জুয়েল ২৫-৩০টি মোটরসাইকেল নিয়ে পাকুল্লা বাজারে যান। ওই মোটরসাইকেল বহরে যুবদল নেতা রাশেদ ছিলেন। জুয়েল ফিরে যাওয়ার পর বিএনপি নেতা হান্নান ও তার সমর্থকরা রাশেদুলের ওপর হামলা করেন।

বিএনপি নেতা আলী হাসান নারুন বলেন, ‘৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় যুবদল নেতা রাশেদ মোটরসাইকেলযোগে যাওয়ার সময় বাটালুর (হান্নান) নেতৃত্বে তার কর্মীরা ধাওয়া করে। রাশেদ মোটরসাইকেল ফেলে একটি বাড়িতে আশ্রয় নিলে সেখানেই পিটিয়ে গুরুতর আহত করা হয়।’

এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিলাদুন্নবি বলেন, ‘স্কুলের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে বেশ কয়েক দিন ধরে সেখানে উত্তেজনা বিরাজ করছে। সেই জের ধরে রাশেদ নামের একজনকে মারধর করা হয়। শুক্রবার রাশেদ মারা গেলে তার পক্ষের লোকজন বাটালু (হান্নান) ও তার লোকজনের চার-পাঁচটি বাড়ি ভাঙচুর করে। এর আগেই বাটালু ও তার লোকজন বাড়ি থেকে পালিয়ে যায়।’

তিনি আরো বলেন, ‘রাশেদুল মারা যাওয়ার খবরে পাকুল্লা বাজারে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। রাশেদুলের ওপর হামলার ঘটনায় থানায় কেউ মামলা করেননি।’


আরো সংবাদ



premium cement
যে দেশে দুর্নীতি গুম খুন, হত্যা থাকবে, আমরা এমন বাংলাদেশ চাই না : হাসনাত আবদুল্লাহ ‘আমি বাংলায় গান গাই’ গানের শিল্পী প্রতুল মুখার্জি আর নেই কয়েকদিনের মধ্যেই পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ করবে আদানি চ্যাম্পিয়নস ট্রফির খেলা যেভাবে দেখবেন শান্তির পথে ফিরতে চায় ইউক্রেন : জেলেনস্কি সিলেটে ব্রিটিশ নাগরিকসহ ৪ জনের কারাদণ্ড গাজা প্রশ্নে সৌদির নেতৃত্বে বিকল্প প্রস্তাব আনছে আরব দেশগুলো এক দিনে ৪ লাখের বেশি যাত্রী পরিবহনের রেকর্ড মেট্রোরেলের রাজবাড়ীতে আগুনে পুড়ে ছাই ১২ দোকান দৈনিক নয়া দিগন্তের কুলিয়ারচর সংবাদদাতার মায়ের ইন্তেকাল ঐকমত্য কমিশনের যাত্রা শুরু হচ্ছে, কী অবস্থান নিচ্ছে বিএনপি ও অন্যান্য দল

সকল