১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১ ফাল্গুন ১৪৩১, ১৪ শাবান ১৪৪৬
`

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড

আমৃত্যু কারাদণ্ড পাওয়া রুপ কুমার চন্দ্র সরদার - ছবি : নয়া দিগন্ত

সিরাজগঞ্জের রায়গঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। একইসাথে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২-এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত রুপ কুমার চন্দ্র সরদার (৩১) রায়গঞ্জ উপজেলার বিনোদবাড়ি গ্রামের গোপাল চন্দ্র সরদারের ছেলে।

নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২-এর পিপি মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘মামলার তিন আসামির মধ্যে দুজন আদালতে উপস্থিত ছিলেন। বিচারক একজনকে আমৃত্যু কারাদণ্ড ও অপর আসামি ভাজেল রানী সরদারকে বেকসুর খালাস দিয়েছেন। আর মামলা চলাকালে আরেক আসামি শ্যামল চন্দ্র সরকারের মৃত্যু হওয়ায় তাকেও অভিযোগ থেকে খালাস দেয়া হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালে রুপ কুমার চন্দ্র সরদারের সাথে বগুড়া জেলার শেরপুর থানার দলিল গ্রামের অনিল চন্দ্র সরদারের মেয়ে ববিতা রানী সরদারের বিয়ে হয়। বিয়ের পর থেকে রুপ কুমার এক লাখ টাকা যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করে আসছিলেন। এর জেরে ২০১৬ সালের ৯ নভেম্বর স্ত্রীকে হত্যা করেন তিনি। এ ঘটনায় মামলা করেন নিহতের বাবা।


আরো সংবাদ



premium cement