দুর্গাপুরে ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৭
- দুর্গাপুর (রাজশাহী) সংবাদদাতা
- ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৭
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19691868_179.jpg)
রাজশাহীর দুর্গাপুরে অস্ত্র মামলায় রাজশাহী কলেজ শাখার ছাত্রলীগের সহ-সভাপতি মিঠুন আলীসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে অস্ত্র, নাশকতা, মাদক, ওয়ারেন্ট ভুক্ত আসামিসহ সাতজনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতাররা হলেন, নাশকতা ও বিস্ফোরক মামলায় কিশমত হোজা গ্রামের সলেমান আলী (৬০), ঝালুকা গ্রামের আব্দুস ছালাম, মাড়িয়া গ্রামের মিঠুন আলী (৩৮), জয়নগর গ্রামের মনছুর রহমান (৫০), ফৌজদারি মামলায় গুড়খাঁই গ্রামের আ: কাজি (৪৮), মাদক মামলায় বাজুখলসি গ্রামের শফিকুল ইসলাম (৫৬) ও ওয়ারেন্ট মামলায় মাড়িয়া গ্রামের মকছেদ আলী (৫৫)।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: দুরুল হোদা জানান, গ্রেফতারদের বিভিন্ন মামলায় পৃথক অভিযানে গ্রেফতার দেখিয়ে আদালতে চালান করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা