১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১, ১২ শাবান ১৪৪৬
`

পাবিপ্রবিতে বাসচাপায় পথচারীর মৃত্যু

- ছবি : নয়া দিগন্ত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।

আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে পাবনা শহরের অনন্ত বাজার-সংলগ্ন দক্ষিণ রঘবপুর মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পথচারীর নাম ও পরিচয় পাওয়া যায়নি, তবে তার বয়স আনুমানিক ৫০ বলে পাবনা সদর থানা পুলিশ নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে পাবনা শহর থেকে বিশ্ববিদ্যালয়ের একটি বাস অনন্ত বাজারের দিকে আসছিলো, মসজিদের সামনে দিয়ে এক পথচারী রাস্তা অতিক্রম করতে নিলে বাসটি ওই পথচারীকে ধাক্কা দেয়। বাসটি পথচারীরকে গাড়ির নিচে করে ১৫ থেকে ২০ ফিট ছেঁচড়ে নিয়ে যায়। এরপর গাড়িটি থামানোর দুই থেকে তিন মিনিটের মধ্যেই ওই পথচারী মৃত্যুবরণ করেন।

তবে গাড়িতে থাকা যাত্রীরা জানায়, সকালের স্টাফ বাস লাইব্রেরি বাজার দিয়ে অন্তত হয়ে ক্যাম্পাসে যাচ্ছিলো। অনন্ত একালায় গাড়ি এলে গাড়ির গতি কমানো হয় কিন্তু হুট করেই রাস্তা পাড় হতে এক পথচারী বাসের সামনে চলে আসেন। চালক গাড়ি থামানোর আগেই তিনি বাসের চাকার নিচে পড়ে যান। এরপর গাড়ি থামানোর দুই থেকে তিন মিনিটের ওই পথচারীর মৃত্যু হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, বাসের চালকের নাম জালাল। তিনি বাসের একজন সহকারী। বাসের চালকরা অনুপস্থিত থাকলে তিনি নিয়মিতই গাড়ি চালান। শুধু জালালই না, তিনজন সহকারীই নিয়মিতই চালকদের অনুপস্থিতিতে গাড়ি চালান।

গাড়িতে থাকা বিশ্ববিদ্যালয়ের এক স্টাফ বলেন, ‘নিয়মিত চালক হলে এই দুর্ঘটনাটা নাও হতে পারতো। ওই পথচারী কখন গাড়ির সামনে চলে আসেন সেটা চালক খেয়াল করেননি। গাড়ির যাত্রীরা বলার পরে তিনি গাড়ি থামিয়েছেন।’

নিহত পথচারীর বিষয়ে পাবনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, ‘রাস্তা পারাপারের সময় বিশ্ববিদ্যালয়ের বাসটি তাকে ধাক্কা দেয়। খুব জোরে ধাক্কা লাগার কারণে লোকটি সেখানেই মারা যায়। আমরা প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছি। লাশ উদ্ধার করা হয়েছে। কিন্তু লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের প্রশাসক অধ্যাপক ড. কামরুজ্জামান বলেন, ‘স্টাফ বাসের বাসটি ভার্সিটি থেকে বের হয়ে লাইব্রেরি বাজার হয়ে আবার ক্যাম্পাসে ফেরত আসে। ফেরত আসার সময় এ ঘটনাটি ঘটে। আমি নিজে গিয়ে লাশটি দেখে এসেছি। যদি তদন্তে ড্রাইভারের কোনো ভুল উঠে আসে আমরা ব্যবস্থা নিবো।’


আরো সংবাদ



premium cement
ছেলেসহ সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বিরুদ্ধে প্রতিবেদন ৭ মে বিএনপি নির্মূলের ষড়যন্ত্র হয়েছিল, কিন্তু হয়েছে আরো শক্তিশালী : গয়েশ্বর বছর পার না হতেই আবারো ভেঙে পড়ল ভারতীয় সেনানির্মিত তিস্তা সেতু ‘ফ্যাসিস্ট সরকার দেশের কৃষিকে ধ্বংস করেছে’ আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান প্রধান উপদেষ্টার খাগড়াছড়িতে অপারেশন ডেভিল হান্টে আটক আরো ১৫ বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনে বেতার সহযোগী শক্তি হিসেবে কাজ করছে : প্রধান উপদেষ্টা বাগেরহাটের শরণখোলায় গৃহবধূর লাশ উদ্ধার ‘শেখ হাসিনার দুঃশাসন বাংলার মানুষ আর চায় না’ শিক্ষার্থীদের ভোটে কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের নেতৃত্ব নির্বাচিত গাজা নিয়ে ট্রাম্পের দেয়া বক্তব্য আন্তর্জাতিক আইনের লঙ্ঘন : জামায়াত

সকল