সিংড়ায় অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- সিংড়া (নাটোর) সংবাদদাতা
- ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৯
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19691654_158.jpg)
সিংড়ায় অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোজাফ্ফর হোসেন (৬৫) নামের এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের বড় সাঐল লাল স্কুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি উপজেলার কুশাবাড়ি গ্রামের মরহুম ময়নাল প্রামাণিকের ছেলে।
নিহতের পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা যায়, নিহত কৃষক মোজাফ্ফল হোসেন অটোভ্যান যোগে তার মেয়ে ও নাতনির বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে বড় সাঐল লাল স্কুল নামক স্থানে অপর দিক থেকে আসা আরেকটি অটোভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে তার মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনরা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা