বগুড়ায় স্কুলশিক্ষার্থী খুন
- বগুড়া অফিস
- ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:১৩
বগুড়া শহরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক স্কুল ছাত্র খুন হয়েছেন। নিহত ফাহিম হোসেন (১৬) শহরের চক ফরিদ কলোনীর ফরহাদ হোসেনের ছেলে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে কয়েকজন দুর্বৃত্ত ফাহিমকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, সিনিয়র ও জুনিয়রদের মধ্যে বিরোধের তুচ্ছ ঘটনায় খুনের ঘটনা ঘটতে পারে।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম মঈন উদ্দিন জানান, ‘ফাহিম খুনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা