১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ মাঘ ১৪৩১, ১০ শাবান ১৪৪৬
`

সিরাজগঞ্জে বিদেশী পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ ডাকাত গ্রেফতার

সিরাজগঞ্জে বিদেশী পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ ডাকাত গ্রেফতার - ছবি : নয়া দিগন্ত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে মাহবুব (৩৫) নামের এক আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় একটি বিদেশী পিস্তল, ৭ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, দুটি মোটরসাইকেল ও একটি টিভি উদ্ধার করা হয়।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার মাহবুব খান কামারখন্দ উপজেলার বাগবাড়ি লাহিড়ীবাড়ি গ্রামের মরহুম চান খানের ছেলে।

এর আগে, শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ১১টায় উল্লাপাড়ার পাঁচলিয়া বাজার এলাকা থেকে মাহবুব খানকে গ্রেফতারা করা হয়েছে।

সিরাজগঞ্জের গোয়েন্দা পুলিশ ডিবির (ওসি) একরামুল হোসাইন জানান, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিত্বে পাঁচলিয়া বাজার এলাকায় ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মাহবুব খানকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, ৭ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এরপর তার দেয়া তথ্যের ভিত্তিতে সলঙ্গা থানার একটি বাড়িতে সম্প্রতি ডাকাতি করা ৪৬ ইঞ্চি একটি এলএডি টিভি মাহবুবের নিজবাড়ি থেকে এবং সলঙ্গার একটি দোকান থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ডিবির (ওসি) আরো জানান, এ ঘটনায় ডিবির এসআই রুবেল মিয়া সলঙ্গা থানায় একটি মামলা করেছেন। গ্রেফতার মাহবুব খানের বিরুদ্ধে সিরাজগঞ্জসহ বিভিন্ন থানায় আরো আটটি ডাকাতি মামলা রয়েছে।


আরো সংবাদ



premium cement
বেরোবির প্রতিষ্ঠাকালীন নাম পুনর্বহাল না করলে কমপ্লিট শাটডাউনের ঘোষণা শ্রদ্ধা-ভালোবাসায় বিদায় নিলেন বিচারপতি আবদুর রউফ সিলেটে আ’লীগের একাধিক নেতাকে জামিন, জেলা বিএনপির হুঁশিয়ারি গাজীপুরে হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে শঙ্কিত বৈষম্যবিরোধী ছাত্ররা ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সম্ভাবনা কতটুকু? চট্টগ্রাম বন্দরে লাইটারেজ জাহাজের সঙ্কট নাম বিকৃতির মনস্তত্ত্ব জুলাই বিপ্লবীদের সম্মান ও নিরাপত্তা ফ্যাসিবাদের জননী পালালেও মুক্তি এখনো আসেনি মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বাংলাদেশ গোটা বিশ্বে কোরআন চর্চার উর্বর ভূমি : ধর্ম উপদেষ্টা

সকল