উল্লাপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ঢাকায় গ্রেফতার
- মো: জাকিরুল হাসান, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)
- ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৭
সিরাজগঞ্জের উল্লাপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান সেলিনা মির্জা মুক্তিকে ঢাকার পল্লবী থানার মামলায় গ্রেফতার করা হয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল ২টার দিকে পল্লবী থানার একটি মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ মামলায় জামিন চাইলে আদালত তাকে জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
এর আগে শনিবার রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)-এর হাতে সেলিনা মির্জা মুক্তি তার মিরপুর বাসা থেকে আটক হয়। পরে র্যাব তাকে পল্লবী থানায় হস্তান্তর করেন।
সেলিনা মির্জা সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার উপ-পরিদর্শক সাজ্জাদ হোসেন জানান, ‘রোববার বেলা বিকেল ২টার দিকে উল্লাপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিনা মির্জাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা