০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১, ৯ শাবান ১৪৪৬
`

শাহজাদপুরে বিএনপি নেতা সরোয়ার ও তার সমর্থকদের ওপর হামলা, আহত ২০

- ছবি : প্রতীকী

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপি নেতা গোলাম সরোয়ার ও তার সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে গোলাম সরোয়ারসহ তার ২০ কর্মী-সমর্থক আহত হয়েছেন। গুরুতর আহত শাহজাদপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমানকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে শাহজাদপুর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন শাহজাদপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, শাহজাদপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা, যুব দলের আহ্বায়ক কমিটির সদস্য ওলিউল ইসলাম মিন্টু, স্বেচ্ছাসেবক দল রঞ্জুসহ ২০ জন।

আহত গোলাম সরোয়ার সিরাজগঞ্জ জেলা বিএনপি সদস্য, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য।

গোলাম সরোয়ার বলেন, আজ শনিবার দুপুরের দিকে আমি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শাহজাদপুর উপজেলা বিএনপির কার্যালয়ে যাই। আমরা দলীয় কার্যালয়ে প্রবেশ করতে চাইলে শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ডাক্তার এম. এ মুহিতের সমর্থকরা আমাকে দলীয় কার্যালয়ে প্রবেশ করতে বাধা দেয়।

তারা বলেন, এটি মুহিত সাহেবের কার্যালয়, এখানে কাউকে প্রবেশ করতে দেয়া হবে না। এ সময় লাঠি সোটা, ইটপাটকেল নিক্ষেপ করে আমাদের ওপর হামলা চালায়। হামলায় আমিসহ অন্তত ২০ নেতাকর্মী আহত হই।

গোলাম সরোয়ার আরো বলেন, ডাক্তার এম.এ মুহিতের নির্দেশে আমাদের ওপর হামলা চালানো হয়। ডাক্তার মুহিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর ভাগিনা।

শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ বলেন, আমি একটু বাইরে আছি। হামলার ঘটনা সম্পর্কে আমি বিস্তারিত জানি না। শুনেছি গোলাম সরোয়ার শাহজাদপুরে এসেছেন। আর অপর পক্ষ দলীয় কার্যালয়ে অবস্থান নিয়েছেন। এর বাইরে আমি আর কিছু বলতে পারবো না।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বলেন, গোলাম সরোয়ার ও তার সমর্থকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। হামলার সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। সম্মেলনে আগে জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করতে হবে। সম্মেলন প্রস্তুতি কমিটিতে জেলার বাদ পড়া গুরুত্বপূর্ণ নেতাদের অন্তর্ভুক্ত করতে হবে। তা না হলে একপেশে কমিটি হবে এবং হামলার ঘটনা ঘটবে।


আরো সংবাদ



premium cement
হাইকোর্টের বিচারপতি নিয়োগে বয়স ৪৮, অবসর ৭০ করার সুপারিশ ড. ইউনূসের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আ’লীগ : প্রেস সচিব রাষ্ট্রীয় সফরে সৌদি আরব ও সংযুক্ত আমিরাতে বিমানবাহিনী প্রধান ঢাবি ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত বুটেক্স স্টেশনারি স্থানান্তরের পরিকল্পনা, কিন্তু বাস্তবায়ন কবে? আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সাময়িক বরখাস্তের প্রতিবাদ জুলাই আন্দোলনের অর্জিত স্বাধীনতার মাধ্যমে সামাজিক বৈষম্য দূর করতে হবে : গণশিক্ষা উপদেষ্টা বরিশালে শেষ হলো তিন দিনের আবাসনমেলা বাগাতিপাড়ায় বিরল প্রজাতির নীলগাই উদ্ধার ‘অংশীদারিত্বের ভিত্তিতে নতুন রাজনৈতিক ব্যবস্থাপনা প্রবর্তন করতে হবে’ ‘শেখ হাসিনা দেশকে এক ব্যক্তির তালুকে পরিণত করেছিল’

সকল