০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১, ৯ শাবান ১৪৪৬
`

রুয়েটে প্রথম বর্ষ প্রাক-নির্বাচনী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

এ পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৭৭ দশমিক ৯৫ শতাংশ - ছবি : নয়া দিগন্ত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৪-২০২৫ সেশনে প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তির জন্য প্রাক-নির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৭৭ দশমিক ৯৫ শতাংশ।

রুয়েটের জনসংযোগ শাখা জানায়, ভর্তি পরীক্ষাটি তিন শিফটে রুয়েটের বিভিন্ন ভবনে সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। প্রথম বর্ষ প্রাক-নির্বাচনী ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার জন্য ১৯ হাজার ৯১৫ জন ছাত্র-ছাত্রী মনোনীত হয়েছিল। প্রথম শিফট, দ্বিতীয় শিফট ও তৃতীয় শিফটে যথাক্রমে ৭৮.৬৭ শতাংশ, ৭৭.৯৮ শতাংশ ও ৭৭.২১ শতাংশ ছাত্র-ছাত্রী ভর্তি পরীক্ষায় অংশ নেন। অর্থাৎ তিন শিফটের ভর্তি পরীক্ষায় মোট উপস্থিতির হার ছিল ৭৭.৯৫ শতাংশ।

রুয়েট ভিসি অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকসহ বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষক ও উর্ধ্বতন কর্মকর্তারা পরীক্ষার হল পরিদর্শন করেন। পরীক্ষা চলার সময় ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আনসার ও স্বেচ্ছাসেবী সদস্যরা নিয়োজিত ছিলেন।

এদিকে সকাল থেকেই ভর্তি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে রুয়েট ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে। ভর্তি পরীক্ষা চলাকালে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়নি।

ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় ভিসি অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক সব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় প্রশাসনের কর্তাব্যক্তিদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।


আরো সংবাদ



premium cement
হাইকোর্টের বিচারপতি নিয়োগে বয়স ৪৮, অবসর ৭০ করার সুপারিশ ড. ইউনূসের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আ’লীগ : প্রেস সচিব রাষ্ট্রীয় সফরে সৌদি আরব ও সংযুক্ত আমিরাতে বিমানবাহিনী প্রধান ঢাবি ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত বুটেক্স স্টেশনারি স্থানান্তরের পরিকল্পনা, কিন্তু বাস্তবায়ন কবে? আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সাময়িক বরখাস্তের প্রতিবাদ জুলাই আন্দোলনের অর্জিত স্বাধীনতার মাধ্যমে সামাজিক বৈষম্য দূর করতে হবে : গণশিক্ষা উপদেষ্টা বরিশালে শেষ হলো তিন দিনের আবাসনমেলা বাগাতিপাড়ায় বিরল প্রজাতির নীলগাই উদ্ধার ‘অংশীদারিত্বের ভিত্তিতে নতুন রাজনৈতিক ব্যবস্থাপনা প্রবর্তন করতে হবে’ ‘শেখ হাসিনা দেশকে এক ব্যক্তির তালুকে পরিণত করেছিল’

সকল