০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১, ৭ শাবান ১৪৪৬
`

রাজশাহী জেলা আ’লীগ নেতা আটক

- ছবি : সংগৃহীত

রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার ভোরে পুঠিয়ার নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে আটক করা হয়। পুলিশ তার বাড়ি ঘিরে ফেলেছে এটা জানতে পেরে সে ছাগলের ঘরে লুকিয়ে থাকে। সেখান থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

পুলিশ জানায়, আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করার দায়িত্ব পালন করছিল। যাতে সবাই নাশকতার কাজ নির্দেশ মতো পালন করতে পারে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ পরিচালনার জন্য এলাকার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংগঠিত করেছিল বেশ কিছুদিন থেকে। তাই তাকে আটক করা হয়েছে।


আরো সংবাদ



premium cement