০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১, ৭ শাবান ১৪৪৬
`

সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্রের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ

- ছবি : নয়া দিগন্ত

নওগাঁয় সাবেক খাদ্যমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদারের বাড়ির সামনের অংশ বুলডোজার দিয়ে ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়েছে। এ সময় অগ্নিসংযোগও করা হয়।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় শহরের পোস্ট অফিস পাড়া এলাকায় অবস্থিত বাড়িটি প্রায় আধা ঘণ্টা ধরে ভাঙচুর করা হয়। একইসাথে বাড়িটির ভেতরে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

এর আগে, বিকেল ৪টায় শহরের সরিষা হাটির মোড় এলাকায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙতে বুলডোজারের অপেক্ষায় থাকে হাজারো মানুষ।

প্রায় এক ঘণ্টা ধরে ভাঙা হয় দলীয় কার্যালয় ও পার্শ্ববর্তী সদর আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনের বাসভবন। এ সময় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ‘গণশৌচাগার’ লেখা একটি ব্যানার টানিয়ে দেয়া হয়।


আরো সংবাদ



premium cement