০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১, ৭ শাবান ১৪৪৬
`

পাবনায় আন্দোলনে সরাসরি গুলি করা সাঈদ চেয়ারম্যানের বাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ছাত্র-জনতা

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ খানের শহরের বাড়ি ভাঙচুর করছে ছাত্র-জনতা। - ছবি : নয়া দিগন্ত

গত ৪ আগস্ট পাবনা শহরে ছাত্র-জনতার ওপর সরাসরি গুলিবর্ষণকারী পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ খানের শহরের বাড়ি ভাঙচুর করছে ছাত্র-জনতা।

পূর্বঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ৪টার দিকে পাবনা শহরের আব্দুল হামিদ রোডের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্মৃতিবিজড়িত শহীদ চত্বরে জড়ো হয় ছাত্র-জনতা।

বিকেল ৫টার দিকে শহরের গোডাউন মোড়ের বাড়ির দিকে রওয়ানা দেয় তারা। সেখানে পৌঁছে বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয়া হয়। গানের তালে তালে উল্লাস করছেন তারা। বুলডোজার আসবে বলে মাইকে ঘোষণা দেয়া হচ্ছে।

এর আগে সকালে সাঈদের বাড়ি ঘোষণার কর্মসূচি দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সংগঠনটির পাবনা জেলার আহ্বায়ক বরকত উল্লাহ ফাহাদ বলেন, দেশের‌ কোথাও ফ্যাসিবাদের চিহ্ন থাকবে ইনশাআল্লাহ। ফ্যাসিবাদের শেষ পরিণতি দেখে কেউ যাতে আর ফ্যাসিবাদ কায়েম করতে সাহস না পায়। ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার কার্যক্রম ছাত্র-জনতা এভাবেই রুখে দিবে ইনশাআল্লাহ।

তবে এব্যাপারে প্রশাসনের কেউ মন্তব্য করতে চাননি। তবে এর আগে সকালে পাবনার পরিস্থিতি নিয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) কাজী শাহনেওয়াজ বলেন, পাবনা জেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে।


আরো সংবাদ



premium cement
রিপোর্টে নারী ফুটবলারদের শৃঙ্খলা ভঙ্গই উঠে এসেছে মৌসুম শেষ মার্টিনেজের নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সে ১৯ পরিচালক বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত সহজ জয়ে সিরিজে এগিয়ে ভারত বিশ্ব গণমাধ্যম ধানমন্ডি ৩২ ভাঙা নিয়ে যা বলছে জামালপুরে মির্জা আজম ও শাওনের বাবার বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ প্রশাসনে অতি উৎসাহীদের বিদায় করা হবে : সিনিয়র সচিব ‘দেশের ক্রান্তিলগ্নে অতন্দ্র প্রহরীর ভূমিকায় কাজ করেছে ছাত্রশিবির’ রিপোর্টে নারী ফুটবলারদের শৃঙ্খলা ভঙ্গই উঠে এসেছে কৃষকের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করবে বিএনপি : শহিদুল ইসলাম বাবুল আইসিটি (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ উপদেষ্টা পরিষদে অনুমোদন

সকল