বগুড়ায় ইজিবাইকচাপায় ভাই-বোন হতাহত
- বগুড়া অফিস
- ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৩
বগুড়ায় ইজিবাইকের চাপায় দেড় বছর বয়সী হুমায়রা নামে এক শিশু নিহত হয়েছে। এ দুর্ঘটনায় নিহতের ভাই পাঁচ বছর বয়সী আব্দুল্লাহ আহত হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে শহরের মালতীনগর হাইস্কুলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ও আহত শিশুর বাবা মালতীনগর শান্তিবাগ এলাকার সুলতান।
সদর থানার বনানী ফাঁড়ির উপ-পরিদর্শক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরের দিকে মালতীনগর হাইস্কুলের সামনে হুমায়রা ও আব্দুল্লাহ দু’ ভাই-বোন মিলে খেলা করছিল। সেখানেই একটা ইজিবাইক দাঁড়িয়ে ছিল। যেখানে কোনো চালক ও যাত্রী ছিল না। হঠাৎ করেই ইজিবাইক চালু হয়ে দু’ ভাই-বোনের ওপর দিয়ে উঠে যায়। এতে ঘটনাস্থলেই হুমায়রা মারা যায়। পরে গুরুতর আহত অবস্থায় আব্দুল্লাহকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।