০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪২৩১, ৬ শাবান ১৪৪৬
`

নওগাঁ ভটভটি উল্টে নিহত ১

- ছবি : প্রতীকী

নওগাঁর সাপাহারে ভটভটি উল্টে আলমগীর হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টায় হাপানিয়া আন্ধারদির্ঘি গ্রামে এ ঘটনা ঘটে।

আলমগীর হোসেন উপজেলার ওই গ্রামের জমশেদ আলীর ছেলে এবং ওই ভটভটির চালক।

সূত্রে জানা গেছে, সকালে আলমগীর তার ভটভটি নিয়ে সীমান্ত-সংলগ্ন চকচকির মাঠ থেকে সরিষাবোঝাই করে বাড়ি ফিরছিলেন। পথে তার চলন্ত ভটভটি হাপানিয়া আন্ধারদির্ঘি গ্রামে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং সরিষাবোঝাই ভটভটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ ব্যাপারে সাপাহার থানায় মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও ওসির বক্তব্য পাওয়া যায়নি।


আরো সংবাদ



premium cement