০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪২৩১, ৬ শাবান ১৪৪৬
`

পাবিপ্রবিতে শেখ মুজিব ও শেখ হাসিনা হলের নামফলক ভেঙ্গে দিলেন শিক্ষার্থীরা

পাবিপ্রবিতে শেখ মুজিব ও শেখ হাসিনা হলের নামফলক ভেঙ্গে দিলেন শিক্ষার্থীরা - ছবি : নয়া দিগন্ত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং ছাত্রীদের শেখ হাসিনা হলের নামফলক ভেঙে দিয়েছেন শিক্ষার্থীরা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী এই কাজ করেন।

শিক্ষার্থীরা জানান, রাত ৯টায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রদের উদ্দেশে লাইভে রেকর্ড বক্তব্য দেন। এই বক্তব্য শুরু হওয়ার পর পরই সারাদেশের শিক্ষার্থীদের মতো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে কিছু শিক্ষার্থী বের হয়ে প্রথমে শেখ মুজিবুর রহমান হলের নামফলক ভাঙেন, এরপর তারা মিছিল নিয়ে শেখ হাসিনা হলের দিকে যান। তারপর শেখ হাসিনা হলের নামফলক ভাঙেন। এরপর তারা রঙ দিয়ে দুই হলের নাম মুছে দেন।

এ বিষয়ে জানতে চাইলে ইইসিই বিভাগের শিক্ষার্থী শেখ মুজাহিদ হোসেন বলেন, ‘৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের ফলে হাসিনা পালানোর পর থেকেই বিভিন্ন সময় অপতৎপরতার মাধ্যমে আওয়ামী লীগ ও শেখ হাসিনা নানা কূটকৌশল চালিয়ে আসছে। আমরা শক্তভাবে বলতে চাই আওয়ামী ফ্যাসিবাদী কোনো ধরনের অপরাজনীতি ও অপচচর্চা আমরা সহ্য করব না। আজ আওয়ামী লীগ ও শেখ হাসিনার লাইভ রেকর্ডের প্রতিবাদে আমরা দুটি হলের নামফলক মুছে দিলাম। স্বৈরাচারের কোনো ঠিকানা এই পাবিপ্রবিতে হতে দিব না।’

ইংরেজী বিভাগের শিক্ষার্থী মজনু আলম বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেলেও আওয়ামী লীগের অপপ্রচার থেমে নেই। আজ শেখ হাসিনা লাইভে বক্তব্য দেয়ার প্রতিবাদে আমরা আমাদের বিশ্ববিদ্যালয় থেকে স্বৈরাচারীর নাম ফলক মুছে দিলাম। সেই সাথে আমরা চাই শিক্ষার্থীদের সাথে সম্পৃক্ত হবে এমন নাম বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে নতুনভাবে সংযুক্ত করতে। জুলাই বিপ্লবের সাথে সম্পৃক্ততা রেখে বিশ্ববিদ্যালয়ের হলগুলোর নামকরণ করার দাবি জানাই।


আরো সংবাদ



premium cement
গার্মেন্ট কারখানা বন্ধের চেয়ে চালু হয়েছে বেশি প্রধান উপদেষ্টার সাথে চসিক মেয়রের সাক্ষাৎ ডিসি সম্মেলনে উঠছে ৩৫৪ প্রস্তাব আওয়ামী লীগ নামে আর কেউ রাজনীতি করতে পারবে না : সালাহউদ্দিন আহমেদ বিদেশে পলাতক আসামিদের আনার চেষ্টা চলছে : স্বরাষ্ট্র উপদেষ্টা সুপ্রিম কোর্টে সাংবাদিকদের ওপর হামলা প্রথম ছাত্রসমাবেশ থেকে সচিবালয় ঘেরাও জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের পরিবার পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে : ডা: তাহের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বিচারব্যবস্থা সম্পর্কে ধারণা দিলেন প্রধান বিচারপতি শিক্ষার সাথে নৈতিকতার সংযোগ ঘটাতে হবে : ধর্ম উপদেষ্টা ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির সভাপতি মমিনুল

সকল