০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪২৩১, ৬ শাবান ১৪৪৬
`

উত্তরবঙ্গে পেট্রলপাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার

অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন - ছবি : নয়া দিগন্ত

পেট্রলপাম্পের সামনে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে রাজশাহী ও রংপুর বিভাগের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে রাজশাহী ও রংপুর বিভাগে এ ধর্মঘট শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে।

পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগীয় সভাপতি মিজানুর রহমান রতন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকায় জ্বালানি উপদেষ্টার সাথে বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহার করা হয়। এরপর থেকে পুনরায় পাম্পগুলোতে তেল বিক্রি শুরু হয়।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বগুড়া সড়ক ও জনপথ বিভাগ বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে আদমদীঘি উপজেলায় পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক আব্দুল জলিলের মালিকানাধীন আনিকা পেট্রলপাম্পের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। এর প্রতিবাদে বুধবার সকাল থেকে রাজশাহী ও রংপুর বিভাগে পেট্রলপাম্প ধর্মঘট আহ্বান করা হয়।

বগুড়া সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, গত ২৪ জানুয়ারি সংবাদপত্রে গণবিজ্ঞপ্তি দেয়া হয় মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে। সেই অনুযায়ী ৪ ফেব্রুয়ারি মহাসড়ক-সংলগ্ন পেট্রলপাম্পের অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ শুরু করা হয়।

বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান জানান, পেট্রলপাম্পে জ্বালানি নিতে আসা যানবাহন চলাচলের জন্য সড়ক বিভাগের জায়গা পেট্রলপাম্পগুলো ইজারা নিয়ে থাকে। কিন্তু বগুড়ার আদমদীঘিতে আনিকা পেট্রলপাম্প সড়ক ও জনপদ বিভাগের জায়গা অবৈধ স্থাপনা নির্মাণ করেছে। সেই স্থাপনা উচ্ছেদ করায় তারা পেট্রলপাম্প ধর্মঘট আহ্বান করে।

মিজানুর রহমান রতন বলেন, ‘অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে আগে থেকে কোনো নোটিশ দেয়া হয়নি। আকস্মিক উচ্ছেদ অভিযানে পেট্রলপাম্প মালিকরা ক্ষতির মুখে পড়েছেন।’

তিনি বলেন, ‘আনিকা পেট্রলপাম্প ছাড়াও আদমদীঘিতে আরো একটি পাম্পের স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘লিজ কমানোর ব্যাপারে জ্বালানি উপদেষ্টা আশ্বাস দিয়েছেন। এরপর ধর্মঘট প্রত্যাহার করে পাম্পে তেল বিক্রি স্বাভাবিক করা হয়েছে। এছাড়া বগুড়া জেলা প্রশাসনের সাথেও একটা সভা হয়েছে।’


আরো সংবাদ



premium cement
ভোটার নিবন্ধনে অস্ট্রেলিয়া-কানাডায় যাচ্ছে ইসি পাবিপ্রবিতে শেখ মুজিব ও শেখ হাসিনা হলের নামফলক ভেঙ্গে দিলেন শিক্ষার্থীরা রাবিতে মুজিব পরিবারের নামফলক ভেঙে ফেললেন শিক্ষার্থীরা সিলেটে শেখ মুজিবের ম্যুরাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো ছাত্র-জনতা হানিফের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো ছাত্র-জনতা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো খুলনার শেখ বাড়ি একটি জাতিকে উন্নত করতে জ্ঞানচর্চার বিকল্প নেই : ডুয়েট ভিসি প্রাইভেটকার দুর্ঘটনায় সারজিস আলম আহত ‘ফেনী সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে’ চার প্রদেশ, নতুন বিভাগ, ডিসি-ইউএনও পদবি পরিবর্তনসহ সংস্কারে যত প্রস্তাব ভারত কাশ্মির দখল করে রেখেছে

সকল