০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`

শাহজাদপুরে নৌকা ডুবি, নিখোঁজ ১

বড়াল নদীতে নিখোঁজ ব্যক্তির সন্ধানে স্থানীয়দের ভিড় - ছবি : নয়া দিগন্ত

শাহজাদপুর উপজেলার বড়াল নদীতে ডুবে যাওয়া নৌকা উদ্ধার করতে গিয়ে আব্দুল মজিদ নামে একজন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্য রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ডাকা হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বড়াল নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ আব্দুল মজিদ শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালি পশ্চিম পাড়া গ্রামের আবু হানিফের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে দিকে শাহজাদপুর উপজেলার রাউতারা স্লুইসগেটের দক্ষিণ পাশে বড়াল নদীতে বালুবোঝাই একটি নৌকা ডুবে যায়। নৌকায় থাকা লোকজন সাঁতার দিয়ে তীরে উঠতে পারলেও বালুবোঝাই নৌকা ডুবে নিখোঁজ হয়ে যায়।

নিখোঁজ নৌকা উদ্ধার করতে দশ হাজার টাকার চুক্তিতে বুধবার বড়াল নদীতে নামে স্থানীয় ডুবুরি খ্যাত ট্যাংকলরিশ্রমিক আব্দুল মজিদ। নদীর গভীর পানিতে ডুব দিয়ে নৌকার সন্ধান পান। পরে নৌকার সাথে দড়ি বাঁধতে গিয়ে নিজেই নিখোঁজ হন। খবর পেয়ে বাঘাবাড়ি নৌঘাটের নৌ-ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা করে তাকে উদ্ধার করতে পারেনি।

বাঘাবাড়ী নৌ-ফায়ার সার্ভিসের টিম লিডার শাহাদাত হোসেন জানান, ‘নৌকা ডুবে যাওয়া স্থানে পানির গভীরতা অনেক বেশি। তাই রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ডাকা হয়েছে। রাজশাহী ডুবুরি দল খবর পেয়ে দুপুরে শাহজাদপুর উপজেলার বড়াল নদীতে উদ্ধার অভিযান চালাতে রওনা দিয়েছেন। সন্ধ্যার মধ্যে ঘটনাস্থলে তারা পৌঁছাবেন বলে জানিয়েছেন।’


আরো সংবাদ



premium cement
সমালোচনা আর চাপের মুখে সরকারের সামনে যে ৬ চ্যালেঞ্জ সন্তানহারা চিকিৎসক দম্পত্তি প্রতিষ্ঠা করলেন ক্যানসার ফাউন্ডেশন তিস্তা এখন উত্তরাঞ্চলের কান্না : দুলু রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে : হাসনাত আব্দুল্লাহ গাজীপুরে ‘দ্বিতীয় স্বাধীনতায় শহীদ যারা’ স্মারকের মোড়ক উন্মোচন রাজনীতিতে ফের সক্রিয় সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজান সিনহা গণহত্যার বিচারের পর নির্বাচন দিতে হবে : রফিকুল ইসলাম খান হিজাব শুধু অধিকার নয়, এটি সভ্যতার উপাদানও বটে : জাবি ভিসি ছাত্র-জনতার রক্তে অর্জিত বিজয়ের ব্যত্যয় জাতির জন্য আত্মহত্যার শামিল : অ্যাডভোকেট জুবায়ের প্রতি বছর সরকারি চাকরিজীবীদের বেতন ৫ শতাংশ বাড়ানোর সুপারিশ ফেনী যুবদলের নেতৃত্বে নাসির-বরাত

সকল