০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`

শাহজাদপুরে নৌকা ডুবি, নিখোঁজ ১

বড়াল নদীতে নিখোঁজ ব্যক্তির সন্ধানে স্থানীয়দের ভিড় - ছবি : নয়া দিগন্ত

শাহজাদপুর উপজেলার বড়াল নদীতে ডুবে যাওয়া নৌকা উদ্ধার করতে গিয়ে আব্দুল মজিদ নামে একজন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্য রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ডাকা হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বড়াল নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ আব্দুল মজিদ শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালি পশ্চিম পাড়া গ্রামের আবু হানিফের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে দিকে শাহজাদপুর উপজেলার রাউতারা স্লুইসগেটের দক্ষিণ পাশে বড়াল নদীতে বালুবোঝাই একটি নৌকা ডুবে যায়। নৌকায় থাকা লোকজন সাঁতার দিয়ে তীরে উঠতে পারলেও বালুবোঝাই নৌকা ডুবে নিখোঁজ হয়ে যায়।

নিখোঁজ নৌকা উদ্ধার করতে দশ হাজার টাকার চুক্তিতে বুধবার বড়াল নদীতে নামে স্থানীয় ডুবুরি খ্যাত ট্যাংকলরিশ্রমিক আব্দুল মজিদ। নদীর গভীর পানিতে ডুব দিয়ে নৌকার সন্ধান পান। পরে নৌকার সাথে দড়ি বাঁধতে গিয়ে নিজেই নিখোঁজ হন। খবর পেয়ে বাঘাবাড়ি নৌঘাটের নৌ-ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা করে তাকে উদ্ধার করতে পারেনি।

বাঘাবাড়ী নৌ-ফায়ার সার্ভিসের টিম লিডার শাহাদাত হোসেন জানান, ‘নৌকা ডুবে যাওয়া স্থানে পানির গভীরতা অনেক বেশি। তাই রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ডাকা হয়েছে। রাজশাহী ডুবুরি দল খবর পেয়ে দুপুরে শাহজাদপুর উপজেলার বড়াল নদীতে উদ্ধার অভিযান চালাতে রওনা দিয়েছেন। সন্ধ্যার মধ্যে ঘটনাস্থলে তারা পৌঁছাবেন বলে জানিয়েছেন।’


আরো সংবাদ



premium cement
‘ফেনী সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে’ চার প্রদেশ, নতুন বিভাগ, ডিসি-ইউএনও পদবি পরিবর্তনসহ সংস্কারে যত প্রস্তাব স্বপ্নের ফাইনালে চিটাগং কিংস উপজেলা পর্যায়ে আদালত স্থাপনের সুপারিশ সহজ জয়ে আর্জেন্টিনা, লড়তে হলো ব্রাজিলকে সাবেক এমপি ফজলে করিমকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ হাটহাজারীতে চেয়ারম্যান গ্রেফতার, সমর্থকদের হামলায় ওসি-ডিবিসহ আহত ৬ হাসিনার যেকোনো রাজনৈতিক পদক্ষেপের জন্য ভারত দায়ী থাকবে : নাহিদ স্বর্ণের দামে ফের রেকর্ড, ভরি ১৪৭৮১৮ টাকা মেধাভিত্তিক রাষ্ট্র গঠনে বই পড়ার কোনো বিকল্প নেই : বাউবি ভিসি হেটমায়ারের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে খুলনার সংগ্রহ ৬ উইকেটে ১৬৩ রান

সকল