০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`

উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা - ছবি : সংগৃহীত

উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে রাজশাহী বিভাগীয় পেট্রল পাম্প মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ।

‘বিনা নোটিশে’ সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে এমন সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

এ সময় বাঘাবাড়ি নৌ বন্দরের ডিপো থেকে সকল প্রকার জ্বালানি তেল উত্তোলন ও বিপণন বন্ধ রাখা হবে বলেও জানানো হয়।

জানা যায়, গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে সিরাজগঞ্জের শাহজাদপুরে উত্তরবঙ্গ ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের বাঘাবাড়ি অফিসে রাজশাহী বিভাগীয় পেট্রল পাম্প মালিক সমিতি, সিরাজগঞ্জ জেলা পেট্রল পাম্প ও ডিলার মালিক সমিতি, বাঘাবাড়ি ঘাট পাম্প মালিক সমিতি ও উত্তরবঙ্গ ট্যাংকলরি সমবায় সমিতির যৌথ জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের পর রাতে রাজশাহী ও রংপুর বিভাগীয় পেট্রল পাম্প মালিক সমিতির সভাপতি এবং কেন্দ্রীয় মহাসচিব মিজানুর রহমান রতন, সাধারণ সম্পাদক আব্দুল জলিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে পাঠানো হয়। বৈঠক শেষে উত্তরবঙ্গ ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান এ ঘোষণা দেন।

এ সময় রাজশাহী বিভাগীয় পেট্রল পাম্প মালিক সমিতির উপদেষ্টা আলহাজ্ব ওয়জুল হক ও সিরাজগঞ্জ জেলা পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: আব্দুল আজিজ উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ ফেব্রুয়ারি নওগাঁ জেলার সড়ক ও জনপথ বিভাগ কোনো প্রকার পূর্বঘোষণা, নোটিশ বা আনুষ্ঠানিক চিঠি প্রদান ছাড়াই আকস্মিক উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। এই অযৌক্তিক ও অন্যায় অভিযানের ফলে পেট্রোল পাম্প মালিকরা হতাশ ও ক্ষুব্ধ। আমরা এই অভিযানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আমরা দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত সব নিয়ম-কানুন মেনে ও বৈধ লাইসেন্স অনুসরণ করে ব্যবসা পরিচালনা করে আসছি। নিয়মিত রাজস্ব প্রদান করে আমরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছি। অথচ দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালিত হয়ে এলেও অতীতে কখনো এমন উচ্ছেদ অভিযান পরিচালিত হয়নি। এতে আমাদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

উত্তরবঙ্গ ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান অভিযোগ করে বলেন, গত ২৯ জানুয়ারি সড়ক ও জনপথ বিভাগ কোনো নোটিশ ছাড়াই নিজেদের জায়গা দাবি করে উত্তরবঙ্গের বেশ কয়েকটি পেট্রল পাম্প পরিদর্শন করে তা অবৈধ ঘোষণা করে মাইকিং করে। বিষয়টি নিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করা হয়েছিল। তারপরও সড়ক বিভাগ উচ্ছেদ অভিযান চালিয়ে ইতোমধ্যে কয়েকটি পেট্রল পাম্প ভেঙে দিয়েছে। আমরা ওই সব জায়গা সড়ক ও জনপথ বিভাগ থেকে বৈধভাবে লিজ নিয়ে ব্যবসা করছি। বর্তমানে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা লিজের পরিবর্তে ওই সব জায়গা কিনে নিতে বলছে। তেল ব্যবসায়ীরা জায়গা কিনে নিতে রাজি হলেও সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা জায়গা লিখে দেবে না বলে জানিয়েছে। বিষয়টি নিয়ে মতপার্থক্য দেখা দেয়। সড়ক ও জনপথ বিভাগ বিষয়টির সমাধান না করে উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছে। এ নিয়ে হাইকোর্টে মামলাও চলমান রয়েছে।

এদিকে হঠাৎ করে পাম্প ধর্মঘটের কারণে বেকায়দায় পড়েছেন পরিবহন মালিক ও শ্রমিকরা।


আরো সংবাদ



premium cement
অধিনায়ক কামিন্সকে নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া কুমিল্লায় যৌথ বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু : হত্যা মামলা দায়ের নতুন বাংলাদেশের স্বপ্ন শহীদ রমজানের বাবার অশ্রুসিক্ত চোখে বুড়িচংয়ে ছাত্র-জনতার আন্দোলনে হামলাকারী সোলেমান গ্রেফতার আর্জেন্টিনা থেকে এলো ৫০ হাজার টন গম বরিশালে জামায়াতের শহীদ স্মারক মোড়ক উন্মোচন আড়াইহাজারে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ খাদে, নিহত ১ আহতদের চিকিৎসায় আগত বিদেশী চিকিৎসকদের ভ্যাট অব্যাহতি প্রধান উপদেষ্টার কাছে দুই সংস্কার কমিশনের প্রতিবেদন জমা ‘আ’লীগকে কয়দিন রাজপথে পুলিশ দিয়ে ঠেকাবেন?’ গণহত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচার শুরু করা না হলে আন্দোলনের হুমকি

সকল